Oppo Enco X3 ইয়ারফোনটিকে ধূলো এবং জল থেকে সুরক্ষিত রাখার জন্য IP55-রেটিং যুক্ত করা হয়েছে
Photo Credit: Oppo
Oppo Enco X3 are offered in beige and black colourways
বিগত বৃহস্পতিবার চীনে Oppo Pad 3 Pro এবং Oppo Find X8 সিরিজের স্মার্টফোনগুলির পাশপাশি Oppo Enco X3 ইয়ারফোনটি লঞ্চ করা হয়েছে।এটি আগস্ট মাসে লঞ্চ হওয়া One plus Buds Pro 3-এর রিব্র্যান্ডেড মনে করা হচ্ছে। নতুন Oppo TWS ইয়ারফোনটি 11মিমি ব্যাস ড্রাইভার এবং 6মিমি টুইটারের সাথে Dynaudio দ্বারা তৈরি করা। এটিতে
ডুয়াল DAC ইউনিট আছে, যেটি অডিওর গুণমান বাড়াতে সাহায্য করে থাকে। ইয়ারফোনগুলি 43ঘন্টা পর্যন্ত সম্পূর্ণ ব্যাটারী লাইফের দাবি করে।
চীনে Oppo Enco X3-এর দাম CNY 999 (ভারতীয় মূল্যে প্রায় 11,800 টাকা) রাখা হয়েছে। বর্তমানে এটি চীনের Oppo ই-স্টোরের মাধ্যমে অগ্রিম ক্রয়ে বিশেষ ছাড় CNY949(ভারতীয় মূল্যে প্রায় 11,200 টাকা)-য় উপলব্ধ আছে। দেশে এটি 30-অক্টোবর থেকে বিক্রয় করা হবে। ইয়ারফোনটি কালো এবং অফ-হোয়াইট দুই রঙের বিকল্পে পাওয়া যাবে।
Oppo Enco X3-ইয়ারফোনটিতে প্রথাগতভাবে কানের মধ্যে, সিলিকন ইয়ার টিপস্ এবং গোলাকৃতি স্টিমস্ সমেত ডিজাইন থাকছে। ইয়ারফোনটিতে স্পর্শ নিয়ন্ত্রন ব্যাবস্থা আছে, যার মধ্যে পিঞ্চ অ্যাকশন এবং আওয়াজ নিয়ন্ত্রণের জন্য স্লাইডিং ফাংশনও আছে। এগুলি 11 মিমির ব্যাস ড্রাইভার (bass driver) এবং 6 মিমির টুইটারের পাশাপাশি,ডুয়াল DAC ইউনিট দ্বারা সজ্জিত আছে। এগুলিতে VPU বোন কন্ডাকশনের (হাড়ের ভিতর তরঙ্গিত আওয়াজ)সাথে AI-সমৃদ্ধ তিনটি মাইক ইউনিট দেওয়া আছে।
Oppo কোম্পানীর Enco X3 ইয়ারফোনটিতে 50dB পর্যন্ত সক্রিয় শব্দ বাতিলকরণের(ANC) সুবিধা দেওয়া থাকছে এবং এটিকে পরিবেশের উপর ভিত্তি করে নিয়ন্ত্রন করা যাবে। এগুলি ইমার্সিভ স্প্যাসিয়াল অডিও সমর্থন করে। Enco X3 ইয়ারফোনটি ড্যানিশ লাউড স্পীকার নির্মাতা Dynaudio-র সহযোগিতায় তৈরী এবং এটিকে ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য IP55 রেটিং দেওয়া হয়েছে।
Oppo-র মতে ইয়ারফোনগুলি চার্জিং কেস সমেত 43 ঘন্টা পর্যন্ত ব্যাটারী লাইফ প্রদান করবে।অন্যদিকে শুধুমাত্র ইয়ারফোনটি একবার চার্জ করলে 10ঘন্টা পর্যন্ত চলতে পারবে।সংযোগের ক্ষেত্রে ব্লুটুথ 5.4-এর পাশাপাশি LHDC 5.0 অডিও কোডেকের সমর্থন আছে।এছাড়াও ইয়ারফোনগুলিতে 54ms লো লেটেন্সি গেমিং মোড আছে।প্রতিটি ইয়ারবাডের ওজন 5.3গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA Spots Starquakes in a Red Giant Orbiting One of the Galaxy’s Quietest Black Holes
ISS Astronauts Celebrate Christmas in Orbit, Send Messages to Earth
Arctic Report Card Flags Fast Warming, Record Heat and New Risks
Battery Breakthrough Uses New Carbon Material to Boost Stability and Charging Speeds