Realme Buds T200 বাইরের শব্দ 32 ডেসিবেল পর্যন্ত কমাতে সক্ষম এবং এতে কোয়াড-মাইক্রোফোন রয়েছে।
Realme Buds T200 ড্রিমি পার্পল, মিস্টিক গ্রে, নিয়ন গ্রিন, এবং স্নোয়ি হোয়াইট রঙে এসেছে
Realme Buds T200 বৃহস্পতিবার রাতে Realme 15 5G এবং Realme 15 Pro 5G স্মার্টফোনের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি ট্রুলি ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডস যা কানের ভেতর সহজে প্রবেশ করার জন্য ডিজাইন করা হয়েছে। Realme Buds T200 চারটি রঙে এসেছে ও 12.4 মিলিমিটার ডায়নামিক ড্রাইভার দিয়ে সজ্জিত। এতে নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি রয়েছে। ইয়ারবাডটি মাইক্রোফোন ব্যবহার করে 32 ডেসিবেল পর্যন্ত শব্দ কমাতে সক্ষম। রিয়েলমির দাবি, চার্জিং কেসের সাথে 50 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। ঘাম এবং জল লাগলেও যাতে ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে IP55 রেটেড বিল্ডও রয়েছে।
Realme Buds T200 ভারতে 1,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি ড্রিমি পার্পল, মিস্টিক গ্রে, নিয়ন গ্রিন, এবং স্নোয়ি হোয়াইট রঙে উপলব্ধ হবে। ইয়ারবাডটি আগস্ট 1 থেকে রিয়েলমির ওয়েবসাইট, ফ্লিপকার্ট ও অন্যান্য অফলাইন স্টোরের মাধ্যমে বিক্রি শুরু হবে। লঞ্চ অফার হিসেবে, ক্রেতারা 300 টাকার ব্যাংক ডিসকাউন্ট পাবেন। ফলে 1,699 টাকায় Realme Buds T200 কেনার সুযোগ পাওয়া যাবে।
Realme Buds T200 3D স্পেশাল অডিও সমর্থন করে। ফলে কানে ঢুকিয়ে গান শোনার সময় মনে হবে যে শব্দ একটি দিক থেকে নয়, চারপাশ থেকে ভেসে আসছে। ইয়ারবাডটির 12.4 মিমি ডায়নামিক ড্রাইভারের 20 হার্টজ থেকে 40,000 হার্টজের মধ্যে ফ্রিকোয়েন্সি রেসপন্স রেঞ্জ আছে। এতে হাই-রেস অডিও সার্টিফিকেশন রয়েছে এবং LDAC কোডেক সমর্থন করে।
রিয়েলমি বাডস টি200 অ্যান্ড্রয়েড এবং iOS উভয় ডিভাইসের সাথে যুক্ত করে গান শোনা যেতে পারে। এটি সাউন্ড প্রোফাইল এবং কন্ট্রোলের জন্য অ্যাপ-নির্ভর কাস্টমাইজেশনও প্রদান করে। ইয়ারবাডের গায়ে হাল্কা টাচ করে কল ধরা বা কেটে দেওয়ার সুবিধাও থাকছে। এতে 32 ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন রয়েছে। সঙ্গে কোয়াড-মাইক্রোফোন সেটআপও উপলব্ধ।
ANC বন্ধ থাকায়, Realme Buds T200 একবার চার্জে 50 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে বলে দাবি করা হয়েছে। আর ANC চালু থাকলে 35 ঘন্টা পর্যন্ত চলবে। দুই ক্ষেত্রেই চার্জিং কেস ধরা হয়েছে। আবার দশ মিনিটের কুইক চার্জে পাঁচ ঘন্টা পর্যন্ত গান শোনা যাবে। ইয়ারবাডটি ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি সাপোর্ট করে। ফলে একই সাথে দুটি ডিভাইসের সাথে সংযোগ করা যাবে। যেমন ফোন থেকে ট্যাবলেট অথবা ল্যাপটপে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন