লঞ্চের তিন মাস পর CMF Buds 2 ও CMF 2 Plus-এর বিক্রি শুরু, সেল মাত্র 2 ঘন্টা চলবে

CMF Buds 2 এবং Buds 2 Plus স্পেশিয়াল অডিও এবং কল নয়েজ রিডাকশন ফিচার্স অফার করে।

লঞ্চের তিন মাস পর CMF Buds 2 ও CMF 2 Plus-এর বিক্রি শুরু, সেল মাত্র 2 ঘন্টা চলবে

Photo Credit: CMF

CMF Buds 2 এবং Buds 2 Plus একাধিক কালার অপশনে উপলব্ধ

হাইলাইট
  • CMF Buds 2 ও 2 Plus আজ লিমিটেড সেলে 2 ঘন্টার জন্য পাওয়া যাবে
  • CMF Buds 2 ও 2 Plus এর দাম যথাক্রমে 2,699 টাকা এবং 3,299 টাকা
  • সেল উইন্ডো ফ্লিপকার্টে সন্ধ্যা 6-8টা পর্যন্ত খোলা আছে
বিজ্ঞাপন

CMF Buds 2 সিরিজ গত এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল। নাথিং-এর সাব ব্র্যান্ডটি মোট তিনটি ইয়ারবাডস এ দেশে এনেছিল - CMF Buds 2a, Buds 2, এবং Buds 2 Plus। ইয়ারফোনগুলির মধ্যে প্রথমটির বিক্রি আগেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু Buds 2 ও Buds 2 Plus কবে পাওয়া যাবে, সেই বিষয়ে নিশ্চুপ ছিল কোম্পানি। তবে এখন, একটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম CMF Buds 2 এবং CMF Buds 2 Plus এর প্রথম সেলের ঘোষণা করেছে। এটি লিমিটেড পিরিয়ড সেল হিসেবেই অনুষ্ঠিত হচ্ছে, যা ইয়ারফোনটি কেনার জন্য ক্রেতাদের সামনে একটি শর্ট উইন্ডো খুলে দিয়েছে।

CMF Buds 2 এবং Buds 2 Plus লিমিটেড সেল

ফ্লিপকার্টের একটি ব্যানার থেকে জানা গিয়েছে, আজ (জুলাই 22) ই-কমার্স প্ল্যাটফর্মটিতে ভারতীয় সময় সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে CMF Buds 2 ও CMF Buds 2 Plus-এর লিমিটেড সেল চলবে। এটি দুই ঘন্টার একটি শপিং ইভেন্ট হবে। CMF Buds 2 এর দাম 2,699 টাকা। এটি ডার্ক গ্রে, লাইট গ্রীন, এবং অরেঞ্জ কালার অপশনে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, CMF Buds 2 Plus এর দাম 3,299 টাকা এবং এটি ব্লু ও লাইট গ্রে কালার অপশনে উপলব্ধ।

CMF Buds 2, CMF Buds 2 Plus স্পেসিফিকেশন

CMF Buds 2-এ Dirac Opteo টিউনিং এবং N52 ম্যাগনেট সহ 11 মিলিমিটার PMI ড্রাইভার রয়েছে। এই ইয়ারবাডসে 48 ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) সাপোর্ট আছে। অন্যদিকে, CMF Buds 2 Plus-এ LDAC ও হাই-রেস ওয়্যারলেস অডিও সার্টিফিকেশন সহ 12 মিলিমিটার LCP ড্রাইভার রয়েছে। সিএমএফ দাবি করেছে, এটি স্মার্ট অ্যাডাপ্টিভ মোড সহ 50 ডেসিবেল পর্যন্ত বাইরের আওয়াজ কমাতে সক্ষম।

CMF Buds 2 সিরিজে জল ও ধুলো প্রতিরোধের জন্য IP55 রেটিং রয়েছে। কোম্পানির দাবি, CMF Buds 2 সাড়ে 13 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করতে পারে। এবং কেস সহ 56 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে, CMF Buds 2 Plus একবার চার্জে 14 ঘন্টা পর্যন্ত এবং কেস ধরে সাড়ে 61 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম বলে জানানো হয়েছে।

CMF Buds 2 এবং Buds 2 Plus উভয়ই উইন্ড নয়েজ রিডাকশন 3.0, আল্ট্রা বাস টেকনোলজি 2.0, স্পেশিয়াল অডিও, এবং কল নয়েজ রিডাকশনের মতো ফিচার্সের সাথে এসেছে। ইয়ারবাডগুলি 110 মিলিসেকেন্ড পর্যন্ত লো-লেটেন্সি মোড এবং ডুয়াল-ডিভাইস কানেক্টিভিটি সমর্থন করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. লঞ্চের তিন মাস পর CMF Buds 2 ও CMF 2 Plus-এর বিক্রি শুরু, সেল মাত্র 2 ঘন্টা চলবে
  2. স্মার্টফোনকেও টেক্কা! OnePlus আনছে দুর্ধর্ষ ট্যাব, থাকবে Snapdragon 8 Elite 2 প্রসেসর
  3. 200 টাকার কম দামের রিচার্জ প্ল্যানে 30 জিবি ডেটা ও 28 দিনের ভ্যালিডিটি দিচ্ছে Vodafone Idea
  4. লঞ্চের আগেই Redmi 15C এর দাম ফাঁস, থাকবে 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা
  5. Lava Blaze Dragon চীনা স্মার্টফোনদের ঘুম কাড়বে, দাম হতে পারে 10,000 টাকার কম
  6. Samsung Galaxy F36 5G ভারতে লঞ্চ হল, দাম ও ফিচার্সে ক্রেতাদের মন জয় করে নেবে
  7. Lava Blaze Dragon 5G বাজার কাঁপাতে 25 জুলাই লঞ্চ হচ্ছে, কম দামে পাবেন 50MP AI ক্যামেরা
  8. 6,500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সহ দেশে আসছে Vivo V60, থাকবে নতুন অপারেটিং সিস্টেম
  9. Realme 15 5G হবে বাজার কাঁপানো ফোন, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি পাবেন
  10. Realme 15 সিরিজের সঙ্গে একই দিনে লঞ্চ হচ্ছে Realme Buds T200, কিনবেন নাকি
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »