লঞ্চের তিন মাস পর CMF Buds 2 ও CMF 2 Plus-এর বিক্রি শুরু, সেল মাত্র 2 ঘন্টা চলবে

CMF Buds 2 এবং Buds 2 Plus স্পেশিয়াল অডিও এবং কল নয়েজ রিডাকশন ফিচার্স অফার করে।

লঞ্চের তিন মাস পর CMF Buds 2 ও CMF 2 Plus-এর বিক্রি শুরু, সেল মাত্র 2 ঘন্টা চলবে

Photo Credit: CMF

CMF Buds 2 এবং Buds 2 Plus একাধিক কালার অপশনে উপলব্ধ

হাইলাইট
  • CMF Buds 2 ও 2 Plus আজ লিমিটেড সেলে 2 ঘন্টার জন্য পাওয়া যাবে
  • CMF Buds 2 ও 2 Plus এর দাম যথাক্রমে 2,699 টাকা এবং 3,299 টাকা
  • সেল উইন্ডো ফ্লিপকার্টে সন্ধ্যা 6-8টা পর্যন্ত খোলা আছে
বিজ্ঞাপন

CMF Buds 2 সিরিজ গত এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল। নাথিং-এর সাব ব্র্যান্ডটি মোট তিনটি ইয়ারবাডস এ দেশে এনেছিল - CMF Buds 2a, Buds 2, এবং Buds 2 Plus। ইয়ারফোনগুলির মধ্যে প্রথমটির বিক্রি আগেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু Buds 2 ও Buds 2 Plus কবে পাওয়া যাবে, সেই বিষয়ে নিশ্চুপ ছিল কোম্পানি। তবে এখন, একটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম CMF Buds 2 এবং CMF Buds 2 Plus এর প্রথম সেলের ঘোষণা করেছে। এটি লিমিটেড পিরিয়ড সেল হিসেবেই অনুষ্ঠিত হচ্ছে, যা ইয়ারফোনটি কেনার জন্য ক্রেতাদের সামনে একটি শর্ট উইন্ডো খুলে দিয়েছে।

CMF Buds 2 এবং Buds 2 Plus লিমিটেড সেল

ফ্লিপকার্টের একটি ব্যানার থেকে জানা গিয়েছে, আজ (জুলাই 22) ই-কমার্স প্ল্যাটফর্মটিতে ভারতীয় সময় সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে CMF Buds 2 ও CMF Buds 2 Plus-এর লিমিটেড সেল চলবে। এটি দুই ঘন্টার একটি শপিং ইভেন্ট হবে। CMF Buds 2 এর দাম 2,699 টাকা। এটি ডার্ক গ্রে, লাইট গ্রীন, এবং অরেঞ্জ কালার অপশনে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, CMF Buds 2 Plus এর দাম 3,299 টাকা এবং এটি ব্লু ও লাইট গ্রে কালার অপশনে উপলব্ধ।

CMF Buds 2, CMF Buds 2 Plus স্পেসিফিকেশন

CMF Buds 2-এ Dirac Opteo টিউনিং এবং N52 ম্যাগনেট সহ 11 মিলিমিটার PMI ড্রাইভার রয়েছে। এই ইয়ারবাডসে 48 ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) সাপোর্ট আছে। অন্যদিকে, CMF Buds 2 Plus-এ LDAC ও হাই-রেস ওয়্যারলেস অডিও সার্টিফিকেশন সহ 12 মিলিমিটার LCP ড্রাইভার রয়েছে। সিএমএফ দাবি করেছে, এটি স্মার্ট অ্যাডাপ্টিভ মোড সহ 50 ডেসিবেল পর্যন্ত বাইরের আওয়াজ কমাতে সক্ষম।

CMF Buds 2 সিরিজে জল ও ধুলো প্রতিরোধের জন্য IP55 রেটিং রয়েছে। কোম্পানির দাবি, CMF Buds 2 সাড়ে 13 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করতে পারে। এবং কেস সহ 56 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে, CMF Buds 2 Plus একবার চার্জে 14 ঘন্টা পর্যন্ত এবং কেস ধরে সাড়ে 61 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম বলে জানানো হয়েছে।

CMF Buds 2 এবং Buds 2 Plus উভয়ই উইন্ড নয়েজ রিডাকশন 3.0, আল্ট্রা বাস টেকনোলজি 2.0, স্পেশিয়াল অডিও, এবং কল নয়েজ রিডাকশনের মতো ফিচার্সের সাথে এসেছে। ইয়ারবাডগুলি 110 মিলিসেকেন্ড পর্যন্ত লো-লেটেন্সি মোড এবং ডুয়াল-ডিভাইস কানেক্টিভিটি সমর্থন করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 6000mAh ব্যাটারি ও AI অ্যাসিস্ট্যান্টের সঙ্গে লঞ্চ হল Oppo A5m 5G, এক ক্লিকে সমস্ত ফিচার্স জেনে নিন
  2. WhatsApp: হ্যাপি নিউ ইয়ার মেসেজ পেলে সাবধান, ক্লিক করলে হ্যাক হতে পারে ফোন, সতর্ক করল পুলিশ
  3. বছরের শেষে Samsung-এর দুর্দান্ত 5G স্মার্টফোন মিলছে 12,000 টাকা সস্তায়, দাম বাড়ার আগে কিনে ফেলুন
  4. Oppo Find X9s মার্চে বাজারে আসতে পারে, 200MP + 200MP ডুয়াল ক্যামেরায় কাঁপাবে বাজার
  5. OnePlus 16: অবশেষে 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনতে পারে ওয়ানপ্লাস
  6. Oppo, Vivo-দের টেক্কা দিতে Xiaomi তিনটি দুর্ধর্ষ ফোন আনছে, লঞ্চ কবে, ফিচার্স কেমন জেনে নিন
  7. Realme 16 Pro ও Realme 16 Pro+ 5G স্মার্টফোনের দাম ফাঁস হল, ভারতে আসছে 200MP ক্যামেরার সঙ্গে
  8. Bandar Apna Dost: ইউটিউবে AI ভিডিও বানিয়ে কোটিপতি, বছরে 38 কোটি টাকা কামাচ্ছে ভারতীয় চ্যানেল
  9. Google-এর সবথেকে সস্তা ফোনে মিলছে 18,000 টাকা ছাড়, কোথায় পাবেন দেখুন
  10. নতুন বছরের আগে বাম্পার অফার, দুর্দান্ত মিড-রেঞ্জ Samsung ফোনে 17,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »