Photo Credit: Realme
Realme Buds T200-এ 32db ANC সাপোর্ট আছে
Realme Buds T200 আগামী সপ্তাহে ভারতে আসছে। এটি Realme 15 5G ও Realme 15 5G Pro-এর সঙ্গে জুলাই 24 উন্মোচিত হতে চলেছে। অফিসিয়াল লঞ্চের আগেই এই ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারফোনটি রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। সেখান থেকে স্পেসিফিকেশন সম্পর্কে প্রচুর তথ্য সামনে এসেছে। Realme Buds T200 অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা ANC প্রযুক্তি সাপোর্ট করবে। এটি 32 ডেসিবেল পর্যন্ত বাইরের অবাঞ্ছিত শব্দ কমাতে সক্ষম। ইয়ারবাডটি এক চার্জে 50 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে (চার্জিং কেস ধরে)। এছাড়া, ডুয়াল ডিভাইস কানেকশন, ডাইনামিক অডিও, হাই-রেস সার্টিফিকেশন সহ বিভিন্ন ফিচার্স পাওয়া যাবে।
রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, Realme Buds T200-এর প্রতিটি ইয়ারবাডে 12.4 মিমি ডায়নামিক ড্রাইভার রয়েছে যার ফ্রিকোয়েন্সি রেসপন্স রেঞ্জ 20 হার্টজ থেকে 40 কিলোহার্টজ। এটি LDAC কোডেক এবং হাই-রেস অডিও সমর্থন করবে, যা ক্রিস্টাল-ক্লিয়ার অডিয়োর প্রতিশ্রুতি দেয়। অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে টাচ কন্ট্রোল, ডুয়াল ডিভাইস পেয়ারিং, এবং 3D স্পেশিয়াল অডিও উল্লেখযোগ্য।
এই নতুন ইয়ারফোনে একটি কোয়াড মাইক AI নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম বর্তমান। ANC প্রযুক্তি 32 ডেসিবেল পর্যন্ত বাইরের শব্দ দূর করতে পারে বলে দাবি করেছে রিয়েলমি। ইয়ারফোনটি 45 মিলিসেকেন্ড আল্ট্রা-লো ল্যাটেন্সি গেম মোড এবং ব্লুটুথ 5.4 সাপোর্ট করে। চার্জিং কেস যোগ করে 50 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। আর সাধারণ অবস্থায় 10 ঘন্টা পর্যন্ত চলবে। ANC অন থাকলে 35 ঘন্টা (ইয়ারবাডস + চার্জিং কেস) ও শুধু ইয়ারবাডসে 8 ঘন্টার পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে।
কোম্পানি জানিয়েছে, রিয়েলমি টি200 মাত্র 10 মিনিটের ফাস্ট চার্জে 5 ঘন্টা সঙ্গীত শোনার সুবিধা দেবে। জল ও ধুলো প্রতিরোধের জন্য ইয়ারবাডগুলি IP55-রেটেড। এটি চারটি রঙে পাওয়া যাবে - মিস্টিক গ্রে, স্নোয়ি হোয়াইট, ড্রিমি পার্পল এবং নিয়ন গ্রিন। লঞ্চের পর রিয়েলমির ওয়েবসাইট, ফ্লিপকার্ট, এবং নির্বাচিত অফলাইন স্টোরে উপলব্ধ হবে।
প্রসঙ্গত, Realme Buds T200-এর পাশাপাশি Realme 15 5G ও 15 Pro 5G জুলাই 24 ভারতে লঞ্চ হবে। দু'টি ফোনেই একঝাঁক আর্টিফিশিয়াল ইন্টেজিলেন্স বা AI চালিত ফিচার্স থাকবে। এমনই একটি বৈশিষ্ট্য হল AI Edit Genie। এর এর মাধ্যমে স্ক্রিন স্পর্শ না করে শুধু মুখে বলে বা ভয়েস কমান্ডের মাধ্যমে যে কোনও ইমেজ এডিট করা যেতে পারে। আরেকটি ফিচার হল AI Party যা কনসার্ট, ডান্স ফ্লোর বা পার্টির মতো সামাজিক অনুষ্ঠানে সুন্দর ফটো তুলতে সাহায্য করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন