29 অগাস্ট 70 ইঞ্চি স্মার্ট টিভি লঞ্চ করবে Redmi। একই ইভেন্টে লঞ্চ হতে পারে Redmi Note 8। তবে Redmi ব্র্যান্ডের প্রথম স্মার্ট টিভি সম্পর্কে অন্য কোন তথ্য জানা যায়নি।
29 অগাস্ট Redmi ব্র্যান্ডের প্রথম স্মার্ট টিভি লঞ্চ হবে
এতদিন গ্রাহকের হাতে কম দামে দুর্দান্ত স্মার্টফোন তুলে দিয়ে ভারতের বাজারে জনপ্রিয়তা পেয়েছিল Redmi। সম্প্রতি চিনে Redmi ব্র্যান্ডের অধীনে ল্যাপটপ লঞ্চ করেছিল Xiaomi। এবার আসছে স্মার্টটিভি। 29 অগাস্ট চিনে এক ইভেন্টে Redmi ব্র্যান্ডের প্রথম স্মার্ট টিভি লঞ্চ হবে। ঐ দিন একটি 70 ইঞ্চি স্মার্ট টিভি লঞ্চ করবে চিনের কোম্পানিটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানিয়েছেন Xiaomi প্রধান লেই জুন।
Weibo তে এক পোস্টে লেই জানিয়েছেন 29 অগাস্ট 70 ইঞ্চি স্মার্ট টিভি লঞ্চ করবে Redmi। একই ইভেন্টে লঞ্চ হতে পারে Redmi Note 8। তবে Redmi ব্র্যান্ডের প্রথম স্মার্ট টিভি সম্পর্কে অন্য কোন তথ্য জানা যায়নি। তবে আশা করা হচ্ছে 4K স্মার্ট টিভি লঞ্চ করবে Redmi।
এওদিন বাজারে 65 ইঞ্চি অথবা 75 ইঞ্চি স্মার্ট টিভি পাওয়া যেত। 70 ইঞ্চি ডিসপ্লের টিভি সম্প্রতি খুব বেশি লঞ্চ হয়নি। এছাড়াও বেশ জনপ্রিয় 32 ইঞ্চি, 43 ইঞ্চি আর 55 ইঞ্চি স্মার্ট টিভি। ভারত ছাড়া চিনে বেশ জনপ্রিয় এই টিভিগুলি। 29 অগাস্ট লঞ্চ ইভেন্টে Redmi TV, Redmi Note 8 ছাড়াও একাধিক নতুন প্রোডাক্ট লঞ্চ হতে পারে।
এতদিন কোম্পানি Mi ব্র্যান্ডের অধীনে একের পর এক স্মার্ট টিভি লঞ্চ করেছে Xiaomi। এই প্রথম অন্য পথে হেঁটে Redmi ব্র্যান্ডের অধীনে স্মার্ট টিভি লঞ্চ করতে চলেছে বেজিং এর কোম্পানিটি। সম্প্রতি লঞ্চ হয়েছিল Redmi ব্র্যান্ডের অধীনে প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Redmi K20 Pro। একই সাথে লঞ্চ হয়েছিল মিডরেঞ্জ Redmi K20।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Co-Founder Says GTA Games Won't Work if Set Outside the US
Red Magic 11 Pro Launched Globally With Snapdragon Elite Gen 5, Slightly Smaller Battery: Price, Specifications