ফাঁস হওয়া ছবিতে যে বাক্সে এই ডিভাইস বিক্রি হবে তা দেখা গিয়েছে। এই বাস্কের ভিতরে Wireless Charger Duo এর সাথে একটি USB কেবেল একটি অ্যাডাপটার ও ইউজার ম্যানুয়ান থাকবে।
Photo Credit: Mobiltelefon.ru
9 আগস্ট এক ইভেন্টে Galaxy Note 9 ফোন লঞ্চ করবে Samsung। এর সাথেই এই ইভেন্টে একাধিক প্রোডান্ট লঞ্চ করা হবে। এর মধ্যেই অন্যতম Wireless Charger Duo। সম্প্রতি এক রিপোর্টে Wireless Charger Duo-র ছবি প্রকাশিত হল। এর সাথেই Galaxy Watch নতুন সার্টিফিকেশান পেয়েছে বলে জানা গিয়েছে।
Mobiltelefon.ru ওয়েবসাইটে এক রিপোর্টে জানা গিয়েছে রাশিয়ায় Wireless Charger Duo এর দাম হবে RUB 6990 (প্রায় 7700 টাকা)। ফাঁস হওয়া ছবিতে যে বাক্সে এই ডিভাইস বিক্রি হবে তা দেখা গিয়েছে। এই বাস্কের ভিতরে Wireless Charger Duo এর সাথে একটি USB কেবেল একটি অ্যাডাপটার ও ইউজার ম্যানুয়ান থাকবে। Wireless Charger Duo দিয়ে একসাথে দুটি ডিভাইস চার্জ করে যাবে। একসাথে দুটি স্মার্টফোন বা একটি স্মার্টফোন ও একটি Galaxy Watch চার্জ করা যাবে।
9 আগস্ট এই ইভেন্টে লঞ্চ হবে নতুন Galaxy Watch। এই ডিভাইসের মডেল নম্বরগুলি হল SM-R800, SM-R805N, SM-R810 আর SM-R815N। আগে এক রিপোর্টে জানা গিয়েছিল দুটি আলাদা ডায়ান সাইজে Galaxy Watch লঞ্চ করবে Samsung। এই স্মার্টওয়াচে Tizen OS অপারেটিং সিস্টেম চলবে। 1.2 ইঞ্চি ও 1.3 ইঞ্চি ডিসপ্লে সাইজে Galaxy Watch পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য নতুন Galaxy Watch-এ LTE, WiFI আর Bluetooth ব্যবহার করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Dining With The Kapoors OTT Release Date Revealed: Know When and Where to Watch it Online
Stranger Things Season 5 OTT Release Date: Know When and Where to Watch it Online