গ্রাহককে ঠকাচ্ছে এই 25টি অ্যানড্রয়েড অ্যাপ

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 17 জানুয়ারী 2020 12:41 IST
হাইলাইট
  • Go Keyboard Lite, Astrofun, Easysnap, Filmigo অ্যাপ এই তালিকায় রয়েছে
  • অ্যাপ আনইন্সটল করলেও টাকা নেওয়া হচ্ছে
  • ট্রায়াল রয়েছে এমন অ্যাপ ইন্সটল করবেন না

Google Play Store থেকে আর্থিক জালিয়াতির নতুন খবর সামনে এসেছে

গ্রাহকদের প্রতারিত করছে 25টি অ্যানড্রয়েড অ্যাপ। সম্প্রতি Google Play Store থেকে আর্থিক জালিয়াতির নতুন খবর সামনে এসেছে। এই অ্যাপগুলি ট্রায়ালের সময় শেষ হলে গ্রাহকের কাছ থেকে নীতিহীনভাবে টাকা নিচ্ছে। এর মধ্যে রয়েছে Go Keyboard Lite, Astrofun, Easysnap, Face X Play, Filmigo সহ বিভিন্ন জনপ্রিয় অ্যাপ। এই সব অ্যাপের মধ্যেই ‘ফ্লিসওয়্যার' পাওয়া গিয়েছে। ইংল্যান্ডের এক সাইবার সুরক্ষা সংস্থা জানিয়েছে এই খবর প্রকাশ করেছে।

Google Play Store থেকে প্রায় 60 কোটি বার ডাউনলোড হয়েছে অভিযুক্ত 25টি অ্যাপ। অন্য ব্যক্তিকে টাকা দিয়ে এই ইনস্টলের নম্বর বাড়ানো হয়েছে বলে মনে করছেন ম্যালওয়্যার বিশেষজ্ঞ জগদীশ চাদেরাইয়া। তিনি বলেন এই  অ্যাপগুলি ভুয়ো 5 স্টার রেটিং ও রিভিউ ব্যবহার করে থাকতে পারে। ‘ফ্লিসওয়্যার' কী? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, নীতিহীনভাবে কোন অ্যাপ গ্রাহকের কাছ থেকে টাকা নিলে সেই ঘটনাকে ‘ফ্লিসওয়্যার' বলা হয়। কিছু অ্যাপ বিনামূল্যে প্রথম কয়েক দিন সাবস্ক্রিপশন ব্যবহার করতে দেয়। ট্রায়ালের সময় শেষ হওয়ার আগে গ্রাহককে নিজে থেকে ট্রায়াল বন্ধ করতে হয়। না হলে ট্রায়াল শেষে নিজে থেকেই সাবস্ক্রিপশন শুরু হয়ে যায়। যদিও ট্রায়াল চলার সময় অ্যাপ আনইন্সটল করে দিলে ট্রায়াল শেষ হয়েছে বলে ধরে নেওয়া হয়।

‘ফ্লিসওয়্যার'-এর ক্ষেত্রে অ্যাপ আনইন্সটল করে দিলেও ট্রায়াল শেষ বলে ধরা হয় না। সেই ক্ষেত্রে অ্যাপ আনইন্সটল করে দিলেও ট্রায়াল শেষ হলে গ্রাহককে টাকা দিতে হয়। 25টি অ্যাপে এই ধরনের সমস্যা খুঁজে পাওয়া গিয়েছে। এই অ্যাপে ট্রায়ালের সময় শেষ হওয়ার আগে নিজে থেকে তা বাতিল না করলে গ্রাহককে ট্রায়ালের শেষে টাকা দিতে হবে। সেপ্টেম্বর মাসে এই ধরনের 24টি অ্যাপ সামনে এসেছিল। এবার নতুন তালিকায় আরও 25টি অ্যাপের নাম সামনে এল। নীচে ‘ফ্লিসওয়্যার' সহ 25টি অ্যাপের তালিকা দেখে নিন।

আরও পড়ুন:

Google Play Store -এ 2019 সালের সেরা অ্যাপগুলি দেখে নিন

দুর্দান্ত ফিচার নিয়ে এল WhatsApp, নিজে থেকেই ডিলিট হবে মেসেজ

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক
  2. iQOO 15 ভারতে 100W ফাস্ট চার্জিং, 16GB র‍্যাম ও 100x জুম ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  3. Lava Agni 4-এর সেল শুরু, 2000 টাকা ছাড়ে মিলছে সবথেকে শক্তিশালী স্বদেশি স্মার্টফোন
  4. 2025 সালের শেষে ধামাকা অফার, Google এর ফোল্ডেবল ফোন 53,000 টাকা সস্তা হল
  5. দুর্ধর্ষ ফিচার্সের iQOO 15 রাত পোহালে দেশে লঞ্চ হবে,দাম-ফিচার্স কেমন হবে জেনে নিন
  6. Realme GT 8 Pro-এর সেল শুরু, 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির স্মার্টফোন 5000 টাকা ছাড়ে মিলছে
  7. Oakley Meta Glasses: মেটার AI চশমা স্মার্টফোনের যাবতীয় কাজ করবে, পয়লা ডিসেম্বর ভারতে আসছে
  8. Nano Banana Pro: মানুষের হাতের লেখা হুবহু নকল করছে Google-এর নতুন AI
  9. বর্ষশেষে 50MP সেলফি ক্যামেরার ফোনে অবিশ্বাস্য ছাড়, দাম 14,000 টাকা কমলো
  10. OnePlus 15R ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, 8,000mAh ব্যাটারি ও দুধর্ষ প্রসেসর থাকতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.