লেটেস্ট ES File Explorer ভার্সানে (v4.1.9.7.4) এই সুরক্ষার খামতি ধরা পড়েছে। নিজের স্মার্টফোনে এই অ্যাপ ব্যবহার করলে পাবলিক নেটওয়ার্কে কানেক্ট না করাই বুদ্ধিমানের কাজ হবে।
লেটেস্ট ES File Explorer ভার্সানে (v4.1.9.7.4) সুরক্ষায় খামতি ধরা পড়েছে
Android অপারেটিং সিস্টেমে অন্যতম জনপ্রিয় ফাইল এক্সপ্লোরার অ্যাপ ES File Explorer। Android অপারেটিং সিস্টেমে নিজস্ব ফাইল এক্সপ্লোরার থাকলেও প্রতি মাসেই Google Play থেকে কয়েক লক্ষ্য ফাইল এক্সপ্লোরার অ্যাপ ডাউনলোড হয়। সম্প্রতি এক দল সুরক্ষা বিশেষজ্ঞ জনপ্রিয় ES File Explorer অ্যাপে সুরক্ষায় গাফিলতি ধরেছেন।
আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio
সম্প্রতি টুইটারে সুরক্ষা বিশেষজ্ঞ এলিয়ট এলডারসন জানিয়েছেন, “Android অপারেটিং সিস্টেমের অন্যত্ম জনপ্রিয় ফাইল এক্সপ্লোরার অ্যাপ ES File Explorer। ইতিমধ্যেই Play Store থেকে 10 কোটি বারের বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপ। অন্তত একবার নিজের ফোন এই অ্যাপ ওপেন করে থাকলে লোকাল নেটওয়ার্ক থেকে যে কেউ আপনার ফোনের যে কোন ফাইলের দখল নিতে পারে।” কীভাবে এই কাজ করা যায় তার ভিডিও প্রকাশ করেছেন এলিয়ট।
আরও পড়ুন: 2019 সালে সস্তা হয়েছে এই পাঁচটি Xiaomi স্মার্টফোন
আরও পড়ুন: Amazon Great Indian Sale কে টেক্কা দিতে আসছে Flipkart Republic Day Sale
59777 পোর্টে একটি HTTP সার্ভার শুরু করে ES File Explorer। এর ফলে লোকাল নেটওয়ার্কে কানেক্টেড যে কোন ইউজার আপনার ফোনের যে কোন ফাইলের দখল নিতে পারে। এই সার্ভার ব্যাবহার করে আপনার ফোনের সব ফাইল দেখতে ও ডাউনলোড করে নিতে পারেন হ্যাকার।
আরও পড়ুন: মাউসের ভিতরেই আস্ত কম্পিউটার! অবাক গ্যাজেট নিয়ে কৌতুহল চরমে
লেটেস্ট ES File Explorer ভার্সানে (v4.1.9.7.4) এই সুরক্ষার খামতি ধরা পড়েছে। নিজের স্মার্টফোনে এই অ্যাপ ব্যবহার করলে পাবলিক নেটওয়ার্কে কানেক্ট না করাই বুদ্ধিমানের কাজ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iQOO Z11 Turbo Battery, Charging Details Confirmed; Tipster Leaks Camera Specifications
CES 2026: Eureka Z50, E10 Evo Plus Robot Vacuum Cleaners Launched, FloorShine 890 Tags Along