এখন মোবাইল ফোন রিচার্জ করার জন্য আপনার ফেসবুকের ব্যবহার করতে পারেন. আপাতত শুধুমাত্র ফেসবুক এন্ড্রয়েড ইউজার্সরাই এটি ব্যবহারের সুবিধা লাভ করবে. আইফোনে ফেসবুকের সাহায্যে মোবাইল রিচার্জ করানোর জন্য আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে. যারা এই সুবিধা পেতে ইচ্ছুক তাদের গুগল প্লেতে গিয়ে লেটেস্ট ফেসবুক এপ্প ডাউনলোড করতে হবে. আপনার স্মার্ট ফোনে যদি আগে থেকেই এই সুবিধা থাকে তাহলে আপনি তা আপডেট করে নিন.
এই নতুন ফিচারের ব্যবহার করার জন্য ফেসবুক এপ্প-এ হ্যামবর্গর আইকনে যান, তা নোটিফিকেশন আইকনের পাশেই থাকে. এরপর মোবাইল রিচার্জ বিকল্পে ট্যাপ করুন. কিছু ভার্জনে এটি মোবাইল টপ-আপের বিকল্প হিসাবেও চোখে পড়বে. এই অপশন যদি আপনার ফোনের দেখা না যায় তাহলে আপনি সি মোর অপশনে ট্যাপ করে দেখতে পারেন.
আপনি যখনি মোবাইল রিচার্জ অপশানে পৌঁছাবেন তখন ফেসবুক এপ্প-এ ওয়েলকাম স্ক্রিন চোখে পড়বে, সেখানে ডেবিট বা ক্রেডিট কার্ডের বিউরো করা হবে. আপনি কত টাকা রিচার্জ করতে চান, তা জিজ্ঞাসা করার সাথে সাথে আপনাকে সমস্ত রিচার্জ প্যাক সম্পর্কেও জ্ঞাত করা হবে. এর জন্য আপনাকে প্ল্যান ব্রাউজার নির্বাচন করতে হবে. একটা কথা মনে রাখবেন এপ্প আপনার কাছ থেকে ওটিপি বা 3ডি সিকিওর পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে, শেষে গিয়ে এপ্প আপনাকে অর্ডার কনফার্মেশনের ম্যাসেজ পাঠাবে. এখন শুধুমাত্র ক্রেডিট বা ডেবিট কার্ডের সাহায্যেই ফেসবুক এপ্প থেকে মোবাইলের রিচার্জ করতে পারবেন.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.