Facebook Messenger এ যোগ হল ডার্ক মোড
Facebook Messenger ডার্ক মোড এনেবেল করতে নিজের প্রোফাইল ছবির উপরে ট্যাপ করুন। এর পরে ‘Settings’ সিলেক্ট করুন। এখানে আপনার নামের নীচে ডার্ক মোড সুইচ দেখতে পাবেন। এই সুইচ অন করে দিলে Facebook Messenger এ ডার্ক মোড এনেবেল হয়ে যাবে।