TikTok জানিয়েছে স্বাস্থ্যকর্মী, শিক্ষা ও সামাজিক কাজে এই অনুদান ব্যবহার হবে।
Photo Credit: Lionel Bonaventure/ AFP
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় 250 মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে TikTok
বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম TikTok। সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় 250 মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা করেছে চিনের কোম্পানিটি।
TikTok জানিয়েছে স্বাস্থ্যকর্মী, শিক্ষা ও সামাজিক কাজে এই অনুদান ব্যবহার হবে। সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বড় অঙ্ক দান করেছিল Google, Facebook, Netflix, Microsoft, Amazon, Twitter এর মতো টেক কোম্পানিগুলি।
এক বিবৃতিতে TikTok প্রেসিডেন্ট অ্যালেক্স ঝু জানিয়েছেন, “আমরা পারস্পরিক সমর্থন এবং প্রদানের যে গ্লোবাল আউটপোয়ারিংয়ে আমাদের অংশ নেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ।”
"আমাদের কমিউনিটির দিকে নজর রেখে এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য এটিকে নূতন ত্রাণ হিসাবে অনুবাদ করতে চাই।" বলেন তিনি।
TikTok জানিয়েছে শুধুমাত্র স্বাস্থ্য কর্মীদের সাহায্যের 150 মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। ভারত, ইন্দোনেশিয়া, ইতালি ও দক্ষিণ কোরিয়ায় এই অনুদান পৌঁছে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo V70 Series India Launch Timeline Leaked; Two Models Expected to Debut