কোম্পানির টুইটার হ্যান্ডেল থেকে Tez অ্যাপ এর 5 কোটি ডাউনলোডের খবর ঘোষনা করা হয়েছে। মাত্র দশ মাসেই 5 কোটি ডাউনলোড এর লক্ষমাত্রা পূরণ করল এই অ্যাপ।
গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল Google-এর পেমেন্ট অ্যাপ Tez। গত অক্টোবরেই কোম্পানি জানিয়েছিল মোট 50 লক্ষ বার ডাউনলোড হয়েছে Tez অ্যাপ। ডিসেম্বর মাসে Google Tez এর 1.2 কোটি গ্রাহক ছিল। এই সময়ে মোট 14 কোটি ট্রানজাকশান হয়েছিল। এবার Google জানিয়েছে মোট 5 কোটি Tez অ্যাপ ডাউনলোড হয়েছে। Paytm, PhonePe, BHIM অ্যাপ গুলির মতোই ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) ব্যবহার করে Google Tez এর মাধ্যমে টাকা ট্রান্সফার ও বিল পেমেন্ট করা যায়।
কোম্পানির টুইটার হ্যান্ডেল থেকে Tez অ্যাপ এর 5 কোটি ডাউনলোডের খবর ঘোষনা করা হয়েছে। মাত্র দশ মাসেই 5 কোটি ডাউনলোড এর লক্ষমাত্রা পূরণ করল এই অ্যাপ। কোম্পানি জানিয়েছে এই মুহুর্তে ভারতে Google Tez-এর মোট 1.6 কোটি সক্রিয় গ্রাহক রয়েছে।গত দশ মাসে এই অ্যাপ এ টাকা ট্রান্সফারের সাথেই চ্যাট ও বিল পেমেন্টের ফিচার যোগ হয়েছে। প্রয়োজনে যে কোন চ্যাট ব্লক করে ডিসএবেল করে দিতে পারেন।
ফেব্রুয়ারী মাসে Google Tez অ্যাপ এ বিল পেমেন্টের অপশান যোগ হয়েছিল। এই মুহুর্তে Google Tez এর মাধ্যমে দেশ জুড়ে একাধিক সার্ভিসের বিল পেয়েন্ট করা যায়। Google Tez দিয়ে এলেকট্রিক বিল, গ্যাসের বিল, ল্যান্ড লাইন বিল, পোস্টপেড মোবাইলের বিল পেমেন্ট করা সম্ভব। এর সাথেই একাধিক DTH সার্ভিসের বিল পেমেন্ট করা যায় Google Tez এর মাধ্যমে। বিলের টাকা সঠিক সময়ে না দিলে তা মনে করিয়ে দিতে পারে Google Tez। এখন Android ও iOS ডিভাইসে Google Tez ব্যবহার করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Madam Sarpanch Now Streaming on OTT: Know Where to Watch This Hindi Dub Version of Saubhagyawati Sarpanch Online