বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। নিয়মিত কয়েকশো কোটি মানুষ এই মেসেজিং সার্ভিস ব্যবহার করেন। এখানে মেসেজ পাঠানোর পরেও সেই মেসেজ ডিলিট করা সম্ভব। 2017 সালে প্রথম এই ফিচার নিয়ে এসেছিল WhatsApp। একবার ডিলিট হলে সেই মেসেজ আর কেউ দেখতে পাবেন না। যদিও বিশেষ উপায়ে ডিলিট হওয়া মেসেজ দেখে নেওয়া সম্ভব।
যদিও এই কাজ করার জন্য আপনাকে কিছু আপোশ করতে হবে। যেহেতু ডিলিট হওয়া মেসেজ হোয়াটসঅ্যাপ অফিশিয়াল অ্যাপ থেকে দেখার সুযোগ নেই তাই থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে হবে। এই অ্যাপ আপনার ব্যাঙ্ক ব্যালেন্স, ওটিপি জেনে নিতে পারবে। নিজের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য থার্ড পার্টি অ্যাপকে দিতে রাজি থাকলে দেখে নিন ডিলিটেড মেসেজ দেখে নেওয়ার উপায়।
যদিও শুধুমাত্র Android গ্রাহকরাই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন iOS গ্রাহকদের জন্য এমন কোন অ্যাপ পাওয়া যাচ্ছে না।
WhatsApp-এ ডার্ক মোড চালু করবেন কীভাবে?
WhatsRemoved+ ব্যবহারের সময় আপনাকে একের পর এক বিজ্ঞাপন দেখতে হতে পারে। যদিও 100 টাকা পেমেন্ট করলে এই অ্যাপ থেকে বিজ্ঞাপন দেখা বন্ধ হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন