Instagram ব্যবহারকারীরা পাসওয়ার্ড রিসেট ইমেইল কেন পেয়েছিলন, তার ব্যাখ্যা দিয়েছে সংস্থা।
Photo Credit: Unsplash/Solen Feyissa
Instagram asked users to ignore password reset emails
নতুন ইমেইল আসার নোটিফিকেশন, আর সেটা খুলতেই চক্ষু চড়কগাছ। গত সপ্তাহে Instagram অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাল্টানোর মেইল পেয়ে অনেক ইউজারের শীতের মধ্যে ঘামার পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রোফাইল কি হ্যাক হয়ে গিয়েছে? এই প্রশ্নের জবাব পাওয়ার আগে টেনশন আরও বাড়িয়ে 1 কোটি 75 লক্ষ Instagram ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের জিম্মায় চলে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। শোনা গিয়েছিল, হ্যাকাররা নাকি ডার্ক ওয়েবে সেই সমস্ত তথ্য বিক্রির জন্য ক্রেতার সন্ধান করছে৷ তবে ইনস্টাগ্রামের পরিচালক সংস্থা মেটা জানিয়েছে, হ্যাকিং ও ব্যক্তিগত ডেটা ফাঁস সংক্রান্ত সমস্ত রিপোর্ট ভিত্তিহীন।
ইনস্টাগ্রাম বিবৃতি জারি করে জানিয়েছে, পাসওয়ার্ড রিসেট করার ইমেইল প্রযুক্তিগত ত্রুটি বা টেকনিক্যাল গ্লিচের কারণে হয়েছে। কোনও সিকিউরিটি ব্রিচ অথবা হ্যাকিংয়ের জন্য ঘটেনি। যার কারণে ব্যবহারকারীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। সংস্থাটি X সমাজমাধ্যমে একটি পোস্টে লিখেছে আমরা এমন একটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যেখানে বাইরের কোনও পক্ষ কিছু ইউজারের জন্য রিসেট ইমেইল পাঠানোর অনুরোধ করতে পেরেছিল।
ইনস্টাগ্রামের অফিসিয়াল হ্যান্ডেল আরও জানিয়েছে, সমস্যাটি ইতিমধ্যেই দূর করা গিয়েছে। আমাদের সিস্টেম থেকে কোনও ধরনের তথ্যফাঁসের ঘটনা হয়নি। সংস্থার অনুরোধ, এই রকম মেইল পেলে বিভ্রান্ত না হতে ও সেটি যেন উপেক্ষা করা হয়। অর্থাৎ ইউজারদের ব্যক্তিগত তথ্য লিক হওয়ার বিষয়টি সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে সংস্থা।
প্রসঙ্গত, সফটওয়্যার সংস্থা ম্যালওয়্যারবাইটস প্রথম 1.75 কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, ইমেইল আইডি-সহ আরও অনেক তথ্য ফাঁস হওয়ার ঘটনা প্রকাশ্যে এনেছিল। প্রতিষ্ঠানটির তরফে জানানো হয় যে ডার্ক ওয়েব স্ক্যান করার সময় এই বিষয়টি তাদের নজরে এসেছে।
পাসওয়ার্ড রিসেট মেইলের সঙ্গে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার যোগসূত্র রয়েছে বলে অনুমান করা হচ্ছিল। আশঙ্কা তৈরি হয়েছিল, সেই কারণে হয়তো অ্যাকাউন্ট হ্যাক হওয়া রুখতে মেল পাঠিয়ে নতুন পাসওয়ার্ড সেটআপ করার অনুরোধ করছে ইনস্টাগ্রাম। অথবা সাইবার অপরাধীরা অ্যাকাউন্ট সম্পূর্ণ কব্জা করতে ইনস্টার অফিসিয়াল মেইলের ছদ্মবেশ নিয়েছে। কিন্তু যাবতীয় জল্পনা উড়িয়ে সমস্যার নেপথ্যে টেকনিক্যাল গ্লিচকেই দেখিয়েছে কোম্পানি।
ইনস্টাগ্রাম তথ্যফাঁসের খবর নাকচ করলেও, বাস্তবে কোনও ডেটা ব্রিচ হয়নি, এমন দাবির পিছনে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এছাড়াও, ঠিক কোন ত্রুটির কারণে ইনস্টাগ্রামের বদলে কোনও থার্ড পার্টি ইউজারদের পাসওয়ার্ক রিসেট সংক্রান্ত মেইল পাঠাতে সক্ষম হল, সেটা নিয়েও সন্দেহ থেকে যাচ্ছে। ডিজিটাল দুনিয়াতে সুরক্ষিত থাকতে গ্যাজেটস 360 পাঠকদের ছোট্ট টিপস দেবে — অচেনা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন এবং পাসওয়ার্ড অন্যের সাথে শেয়ার করবেন না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme Neo 8 Display Details Teased; TENAA Listing Reveals Key Specifications