Instagram to Let Users Tune Reels Algorithm
Photo Credit: Unsplsh/Solen Feyissa
কেউ লাল কাপড় জড়ানো বিরিয়ানির হাড়ির মুখের কাছে ক্যামেরা নিয়ে গিয়ে বলছে, দাদা একটু মাংস নাচাও না! আবার কেউ নতুন পোশাক ট্রায়াল করার বাহানায় ভিউস টানতে উন্মুক্ত করছে নিজেকে। আজকাল সোশ্যাল মিডিয়া এমনই সব ভিডিওতে ছড়াছড়ি। আপনি যদি একবার সেই ভিডিও খোলেন বা লাইক করেন, আর পরিত্রাণ নেই। আপনি যতই না দেখার চেষ্টা করুন, ফিডে আসা বন্ধ করতে পারবেন না। একে অনেকে বলেন, অ্যালগরিদমের কারসাজি। আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কেমন কনটেন্ট দেখতে পাবেন, তার নিয়ন্ত্রণ আপনার হাতের বাইরে। এখন এক দুর্বোধ্য অঙ্ক নেটদুনিয়ায় আপনার পছন্দ ঠিক করে দিচ্ছে। ডেটা অন করলে সেগুলোই হাজির হচ্ছে চোখের সামনে। তবে Instagram সেই অঙ্ক কষার নিয়ম পাল্টাতে চলেছে।
ইনস্টাগ্রাম একটি নতুন ফিচারের উপর পরীক্ষা শুরু করেছে। এটি আপনার পছন্দ এবং অপছন্দের কথা মাথায় রেখে রিলস দেখাবে। সহজ কথায়, ইউজাররা যেমন ধরনের কনটেন্ট বা বিষয়বস্তু রিলসে দেখতে চান, তা বেছে নিতে পারবেন। আর যেগুলো চান না, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি আপনাকে দেখাক, সেগুলো সরিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ ইনস্টাগ্রাম আপনার রুচি ও পছন্দ অনুযায়ী একটি ডিজিটাল দুনিয়া তৈরি করবে। যেখানে কোন ধরনের ভিডিও দেখতে চান, তা পুরোপুরি আপনার হাতে। এর ফলে অপছন্দের কনটেন্ট আর ফিডে এসে বিরক্ত করবে না।
ইনস্টাগ্রামের চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) অ্যাডাম মোসেরি বলেছেন, "আমরা ইনস্টাগ্রামে একটি নতুন বৈশিষ্ট্য পরীক্ষা করছি, যার মাধ্যমে আপনি নিজের পছন্দ বা আগ্রহ অনুযায়ী অ্যালগরিদম টিউন (সাজানো) করতে পারবেন। যে সব বিষয়ে আগ্রহ আছে, সেগুলো যোগ করতে পারবেন। আর যেগুলো পছন্দ নয়, সরিয়ে ফেলতে পারবেন। প্রথমে এই ফিচার রিলসে চালু হবে। তারপর এক্সপ্লোর বিভাগেও আনার পরিকল্পনা রয়েছে।"
মোসেরি একটি স্ক্রিনশট শেয়ার করেছেন৷ সেখানে 'ইয়োর অ্যালগরিদম' নামে একটি নতুন বিভাগ দেখা যাচ্ছে। এই সেকশনে বিভিন্ন বিষয়ের রেকমেন্ডেশন থাকছে। যেগুলো আপনি নিজের পছন্দ অনুযায়ী যোগ করে অ্যালগরিদম সাজাতে পারবেন। আর কম দেখতে চাইলে সেই সমস্ত বিষয়বস্তুর নাম নিচে যোগ করার অপশন রয়েছে। তবে এই ফিচারটি ঠিক কবে রোলআউট হবে, তা এখনও ঘোষণা হয়নি।
উল্লেখ্য, ইনস্টাগ্রাম সম্প্রতি ওয়াচ হিস্ট্রি ফিচার চালু করেছে৷ এতদিন ইনস্টাগ্রামে দেখা রিলস বা ভিডিয়ো খুঁজে বার করার সুযোগ ছিল না, যদি না সেভ বা শেয়ার করা হয়। তবে এখন আপনার দেখা নতুন, পুরনো রিলস সহজেই খুঁজে পাওয়া যাবে। ইনস্টাগ্রামের যেখানে লাইক এবং কমেন্ট করা সমস্ত কনটেন্ট দেখতে পান, সেখানেই রিলস খুঁজে পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.