Instagram আনল নতুন ফিচার, আপনার দেখা সমস্ত রিলস খুঁজে পাবেন এক ক্লিকে

ইনস্টাগ্রাম রিলসের জন্য ওয়াচ হিস্ট্রি ফিচার এনেছে। সেখানে আপনার অ্যাকাউন্ট থেকে দেখা সমস্ত রিলস খুঁজে পাবেন।

Instagram আনল নতুন ফিচার, আপনার দেখা সমস্ত রিলস খুঁজে পাবেন এক ক্লিকে

Photo Credit: Unsplsh/Solen Feyissa

Instagram adds watch history feature for reels

হাইলাইট
  • Instagram রিলসের জন্য ওয়াচ হিস্ট্রি ফিচার চালু করেছে
  • আপনার আগের দেখা সমস্ত রিলস সহজে খুঁজে পাবেন
  • আপনি চাইলে ওয়াচ হিস্ট্রি থেকে রিল মুছে ফেলতে পারবেন
বিজ্ঞাপন

অবসর সময় বা কর্মক্ষেত্রে শত ব্যস্ততার মাঝে টুক করে Instagram খুলে Reels দেখলেই মনটা যেন চনমনে হয়ে ওঠে। কয়েক সেকেন্ডের ভিডিও যেন ক্ষণিকের মধ্যে ব্যাজার মুখে হাসি ফুটিয়ে তোলে। কিন্তু সমস্যা হল রিল লাইক, পরিচিতদের সঙ্গে শেয়ার, রিপোস্ট, বা সেভ না করলে পরে সেটা আর খুঁজে পাওয়া যায় না। ধরুন, রিল দেখার সময় কল এল বা জরুরী মেসেজ, মেল দেখতে অন্য অ্যাপ খুললেন। তারপর ইনস্টাগ্রামে এসে দেখলেন, সেই রিল আর নেই। ফিড রিফ্রেশ হয়ে নতুন ভিডিও চলে এসেছে। যতই খুঁজুন সেই রিল আর পাওয়া গেল না। এই বিরক্তিকর সমস্যার কথা সংস্থাটিকে অনেক দিন ধরেই জানিয়ে সমাধান চাইছিলেন ব্যবহারকারীরা।

অবশেষে ইনস্টাগ্রামের মূল সংস্থা Meta সেই অনুরোধ রেখেছে। আপনি যে রিলস ভিডিওগুলো দেখেছেন, সেগুলো এবার এক ক্লিকে ইনস্টার ভিতরে সহজেই খুঁজে পাওয়া যাবে। ইউটিউব, টিকটকের মতো ইনস্টাগ্রামের নতুন ফিচারের নাম রাখা হয়েছে 'Watch History' (ওয়াচ হিস্ট্রি)।

Instagram Reels-এর জন্য এল ওয়াচ হিস্ট্রি ফিচার

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি নতুন ফিচারের ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ইনস্টাগ্রাম রিলসের জন্য ওয়াচ হিস্ট্রি ফিচার যুক্ত করছে। সেখানে আপনার অ্যাকাউন্ট থেকে দেখা সমস্ত রিলস খুঁজে পাওয়া যাবে। স্বাভাবিকভাবেই, এখন থেকে কোনও নির্দিষ্ট রিল খুঁজতে যেমন সময় নষ্ট করে স্ক্রল করতে করতে ক্লান্ত হতে হবে না, তেমনই মন ছুঁয়ে যাওয়া রিলস খুঁজে না পেলে মেজাজ খারাপ হবে না।

ইনস্টাগ্রামে ওয়াচ হিস্ট্রিতে গিয়ে তারিখ, সপ্তাহ, মাস, উল্লেখ করলে রিলস ফিল্টার হয়ে আপনার সামনে হাজির হবে। আবার ধরুন, আপনি ওয়াচ হিস্ট্রিতে কোনও নির্দিষ্ট ক্রিয়েটরের রিল খুঁজতে চান। কিন্তু কবে দেখেছেন মনে করতে পারছেন৷ তাহলে অ্যাকাউন্টের নাম দিয়ে ফিল্টার করে পুরনো রিলস খুঁজে পাবেন, যেটা আপনি আগে দেখেছিলেন। আপনি চাইলে ওয়াচ হিস্ট্রি থেকে যে কোনও রিল মুছে ফেলতে পারেন। এছাড়াও, নতুন থেকে পুরনো অথবা পুরনো থেকে নতুন দেখা রিলসও খুঁজে পাবেন।

Instagram Watch History Feature

Instagram Watch History Feature

ইনস্টাগ্রাম রিলসের 'Watch History' কীভাবে দেখবেন?

আপনি ইনস্টাগ্রামের যেখানে লাইক করা রিলস ও কমেন্ট খুঁজে পান, সেখানেই পুরনো রিলস দেখতে পাবেন।

1. প্রথমেই প্রোফাইল ট্যাবে যান
2. উপরের ডান কোণে হ্যামবার্গার মেনু (তিন দাগ) ট্যাপ করুন
3: এরপর ইয়োর অ্যাক্টিভিটি অপশনে গিয়ে নীচে ওয়াচ হিস্ট্রি খুঁজে যাবেন

উল্লেখ্য, যে সমস্ত ব্যবহারকারী এখনও ফিচারটি খুঁজে পাননি, তারা অ্যাপ আপডেট করে দেখতে পারবেন। Gadgets 360 বাংলা ইতিমধ্যেই ইনস্টাগ্রামের ভিতরে বহুল প্রতীক্ষিত বৈশিষ্ট্যটির উপস্থিতি নিশ্চিত করতে পেরেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Lava Shark 2 4G বাজারে এল মাত্র 6,999 টাকায়, রয়েছে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা
  2. Instagram আনল নতুন ফিচার, আপনার দেখা সমস্ত রিলস খুঁজে পাবেন এক ক্লিকে
  3. HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি
  4. মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে
  5. Realme-এর 7000mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং ফোন 7,000 টাকা সস্তা হল!
  6. Oppo Reno 15 ও Reno 15 Pro আসছে 200MP ক্যামেরার সঙ্গে, রেনো সিরিজের ইতিহাসে প্রথম!
  7. Zoho Pay: ফোনপে, পেটিএম-কে টেক্কা দিতে আসছে স্বদেশি UPI পেমেন্ট অ্যাপ জোহো পে
  8. 39,999 টাকা দামের Samsung স্মার্টফোন 16,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, অফার মিস করলে পস্তাবেন
  9. Vivo X300 সিরিজ DSLR-এর মতো ক্যামেরা নিয়ে শীঘ্রই ভারতে আসছে
  10. Redmi K90 সস্তায় প্রিমিয়াম ফোন কেনার স্বপ্নপূরণ করতে লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »