ফেসবুক, ইনস্টার মতো এখন হোয়াটসঅ্যাপে Ad দেখাবে Meta, চ্যাটের মাঝখানে আসবে?

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 17 জুন 2025 15:39 IST
হাইলাইট
  • WhatsApp এর আপডেট ট্যাবে বিজ্ঞাপন প্রদর্শিত হবে
  • ব্যক্তিগত চ্যাটের মাঝে বিজ্ঞাপন আসবে না
  • চ্যানেল সাবস্ক্রিপশন মাসিক ফি দিয়ে ক্রিয়েটারদের সাপোর্ট করতে দেবে

WhatsApp এর চ্যাটে আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় থাকবে

Photo Credit: WhatsApp

WhatsApp এখন থেকে ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখাবে, এমনটাই জানিয়েছে জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। মার্ক জুকেরবার্গের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ বিগত কয়েক বছর ধরেই তাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন যুক্ত করার পরিকল্পনা করছিল। Meta সংস্থার নিয়ন্ত্রণে থাকা Facebook এবং Instagram বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে বিপুল মুনাফা কামায়। সে দিক থেকে ব্যতীক্রম ছিল হোয়াটসঅ্যাপ। বিজনেস অ্যাকাউন্ট ছাড়া সেভাবে মনিটাইজেশনের সুযোগ ছিল না মেটার কাছে। তাই এই মাস থেকে সেই ঘাটতি পূরণ করার সিদ্ধান্ত নিল তারা। বিজ্ঞাপন চালু করা ছাড়াও হোয়াটসঅ্যাপে একাধিক পরিবর্তন আনার ঘোষণা করা হয়েছে। যার মধ্যে অন্যতম চ্যানেল সাবস্ক্রিপশন, ফলে ব্যবহারকারীরা তাদের প্রিয় হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলিকে সাপোর্ট করতে পারবেন।

WhatsApp এখন থেকে বিজ্ঞাপন দেখাবে 

হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টে তাদের আপডেট ট্যাবে আসা পরিবর্তনগুলি বিস্তারিতভাবে জানিয়েছে। এটি তিনটি মূল পরিবর্তন এনেছে - চ্যানেল সাবস্ক্রিপশন, প্রমোটেড চ্যানেল এবং স্ট্যাটাসে বিজ্ঞাপন। এই সব উদ্যোগের একটাই লক্ষ্য, অ্যাডমিন, কোম্পানি এবং বিভিন্ন ব্যবসাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমৃদ্ধি পেতে সহায়তা করা।

হোয়াটসঅ্যাপ বলেছে যে চ্যানেল সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের তাদের প্রিয় চ্যানেলগুলিকে সমর্থন করার সুযোগ দেবে। তারা মাসিক ফি প্রদানের মাধ্যমে চ্যানেল থেকে এক্সক্লুসিভ আপডেট পেতে পারবেন। এটি ডিরেক্টরিতে অনুসন্ধান করার সময় নতুন চ্যানেল আবিস্কার করতেও সহায়তা করবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ অ্যাডমিনদের তাদের চ্যানেল প্রচার করার ক্ষমতা দেওয়া হচ্ছে।

অনেকেই ইতিমধ্যেই ভাবা শুরু করেছেন যে চ্যাটের মাঝখানে বিজ্ঞাপন চলে এলে সেটা তো ভীষণ রকমের বিরক্তিকর। তাদের জন্য স্বস্তির বার্তা এটাই যে বিজ্ঞাপনগুলি কেবল আপডেট ট্যাবে প্রদর্শিত হবে, যেখানে কোনও ব্যক্তিগত চ্যাট থাকবে না। সমস্ত অ্যাড আপডেট ট্যাবের অধীনে স্ট্যাটাসে প্রদর্শিত হবে, যা ব্যবহারকারীদের নতুন ব্যবসা আবিষ্কার করতে এবং তাদের প্রচারিত পণ্য বা পরিষেবা সম্পর্কে কথাবার্তা শুরু করতে সাহায্য করবে।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের যাত্রা শুরু হয়েছিল 2009 সালে। আর 2014 সালে জাকারবার্গের সংস্থা মেসেজিং প্ল্যাটফর্মটিকে কিনে নেয়। তারপর থেকেই জনপ্রিয়তার শিখরে উঠতে শুরু করে এটি। হোয়াটসঅ্যাপের প্রাক্তন VP বা ভাইস প্রেসিডেন্ট ক্রিস ড্যানিয়েলস 2018 সালে বলেছিলেন যে বিজ্ঞাপন হবে "তাদের জন্য প্রাথমিক মনিটাইজেশন মোড ", যা ব্যবসাগুলিকে মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দেবে৷। প্রতিষ্ঠার 16 বছর পর সেটাই ঘটল।

এই ঘোষণার ফলে হোয়াটসঅ্যাপ তার ইনস্ট্যান্ট মেসেজিং ক্লায়েন্টে বিজ্ঞাপন আনার সম্ভাবনা সম্পর্কে বছরের পর বছর ধরে চলে আসা জল্পনার অবসান ঘটিয়েছে। কোম্পানি জানিয়েছে, স্ট্যাটাস বা চ্যানেলে  বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে দেশ, শহর, ভাষা, অনুসরণ করা চ্যানেল এবং অ্যাডের সাথে ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশনের মতো সীমিত তথ্য ব্যবহার করা হবে। তবে মেসেজিং প্ল্যাটফর্মটি জোর দিয়ে বলছে, "তারা কখনই বিজ্ঞাপনদাতাদের কাছে আপনার ফোন নম্বর বিক্রি বা শেয়ার করবে না"। ব্যবহারকারীর ব্যক্তিগত মেসজ, কল এবং গ্রুপ বিজ্ঞাপন পার্সোনোলাইজের জন্য ব্যবহার করা হবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, WhatsApp ads, Meta Platforms
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ডিসেম্বরে অবিশ্বাস্য অফার, ফাস্টেট চার্জিং 5G স্মার্টফোনে মিলছে প্রায় 13,000 টাকা ডিসকাউন্ট
  2. Redmi Note 15 5G-এর টিজার প্রকাশ, এই তারিখে ভারতে আসছে, 108MP ক্যামেরা ও কার্ভড ডিসপ্লে থাকবে
  3. Nothing Phone 3a Community Edition চোখধাঁধানো ডিজাইন ও ফিচার্স সহ লঞ্চ হল, বাজারে মাত্র 1000 পিস মিলবে
  4. Oppo A6L বিশাল 7,000mAh ব্যাটারি, 12 জিবি র‍্যাম, ও 80W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে লঞ্চ হল
  5. Lava Play Max: গেমিং ফোন মাত্র 12,999 টাকায়, ঘন্টার পর ঘন্টা গেম খেললেও ঠান্ডা থাকবে ডিভাইস
  6. Poco C85 5G জলের দরে ভারতে লঞ্চ হল, এত ফিচার্স অন্য ফোনে খুঁজলেও পাবেন না
  7. Oppo Find X9-এর নতুন রেড ভেলভেট ভার্সনের সেল শুরু, মিলছে 7,000 টাকা ডিসকাউন্ট
  8. iPhone 16 Pro Max-এর মতো ডিজাইন নিয়ে Realme Narzo 90 Series 5G শীঘ্রই ভারতে আসছে
  9. Starlink ভারতে ইন্টারনেট প্ল্যানের দাম প্রকাশ করল, আনলিমিটেড ডেটার সঙ্গে এক মাস একেবারে ফ্রি
  10. পেন্সিলের থেকেও পাতলা ফোন Motorola Edge 70 ডিসেম্বর 15 ভারতে আসছে, মুগ্ধ হবেন ডিজাইন-ফিচার্সে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.