MIUI ক্যামেরা অ্যাপ এর মধ্যেই Google Lens ইন্টিগ্রেশান করল Xiaomi। আপাতত নির্বাচিত কিছু ফোনের ক্যামেরা অ্যাপে এই ফিচার যোগ হয়েছে। Google Lens ব্যবহার করে কোন জিনিসের দিকে ক্যামেরা তাক করলে Google সার্চের মাধ্যমে সেই প্রোডাক্টের সব তথ্য পাওয়া যাবে।
Xiaomi ফোনে ক্যামেরা অ্যাপ থেকে Google Lens ব্যবহার করা যাবে
MIUI ক্যামেরা অ্যাপ এর মধ্যেই Google Lens ইন্টিগ্রেশান করল Xiaomi। আপাতত নির্বাচিত কিছু ফোনের ক্যামেরা অ্যাপে এই ফিচার যোগ হয়েছে। Google Lens ব্যবহার করে কোন জিনিসের দিকে ক্যামেরা তাক করলে Google সার্চের মাধ্যমে সেই প্রোডাক্টের সব তথ্য পাওয়া যাবে।
আপাতত Redmi Y2, Redmi Note 7 আর Poco F1 ক্যামেরা অ্যাপ এর মধ্যে যোগ হয়েছে Google Lens। কোম্পানির অন্যান্য ফোনে কবে এই ফিচার আসবে জানা যায়নি। Redmi Y2, Redmi Note 7 আর Poco F1 ফোনের ক্যামেরা অ্যাপে Google Lens ব্যবহার করতে MIUI ক্যামেরা অ্যাপের ডান দিকে উপরে তিনটি দাগে ক্লিক করে নীচে Google Lens সিলেক্ট করতে হবে।
Google Lens বাটনে ক্লিক করলে ক্যামেরা ফোনের সামনে থাকা সব জিনিস স্ক্যান করতে শুরু করবে। আগে Google Lens ব্যবহারের জন্য আলাদা অ্যাপ ডাউনলোড করতে হত। এবার স্টক ক্যামেরা অ্যাপ এর মধ্যেই Google এর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইমেজ সার্চ ইঞ্জিন ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Tab A11+ India Launch Timeline Confirmed: Price, Specifications Expected
Vivo S50 Pro Mini Confirmed to Feature Snapdragon 8 Gen 5 SoC; AnTuTu Benchmark Score Teased