দুনিয়া ব্যাপী টাকার থেকে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। একাধিক নিজেদের ক্রিপ্টোকারেন্সি সার্ভিস চালু করেছে। এবার ক্রিপ্টোকারেন্সি বিপ্লবে নাম লেখাল জনপ্রিয় ওয়েব ব্রাউজার Opera। কোম্পানির Android মোবাইল ব্রাউজারে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট টেস্টিং শুরু করেছে Opera। এই প্রথম কোন জনপ্রিয় ওয়েব ব্রাউজারে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট পরিষেবা চালু হতে চলেছে। এই ওয়ালেট ব্যবহার করে ব্রাউজার থেকে সরাসরি ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা যাবে। এছাড়াও অনলাইন শপিং ওয়েবসাইটে ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট থাকলে সেই সব ওয়েবসাইট থেকে Opera ব্রাউজারের ওয়ালেট থেকেই সরাসরি ট্রান্সাকশান করা যাবে।
এই মুহুর্তে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির নাম Ethereum। আর এই Ethereum ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ব্যবহার করে Opera ব্রাউজার থেকে লেনদেন করা সম্ভব হবে। প্রসঙ্গত এই মুহুর্তে বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সর Bitcoin। Ethereum দ্রুত Bitcoin এর জনপ্রিয়তার দিকে এগিয়ে চলেছে। Ethereum ব্যবহার করে ডেভেলপাররা বিভিন্ন গেম ডেভেলপ করে এই ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয় করে তুলেছেন। Opera জানিয়েছে ভবিষ্যতে অন্য ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করবে এই জনপ্রিয় ওয়েব ব্রাইজার।
সম্প্রতি Opera ব্রাইজার ব্যবহার করে কয়েন মাইনিং বন্ধ করা হয়েছে। এবার ব্রাউজারের সাথে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ব্যবহার করে সাধারন মানুষের কাছে আরও সুরক্ষিত ভাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারন মানুষের মধ্যে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের জনপ্রিয়তা বাড়বে বলে মনে করা হচ্ছে। Android এর লক ব্যবহার করে এই ওয়ালেট সুরক্ষিত রাখার কাজ করছে Opera। এই ওয়ালেটে ব্যবহার হওয়া সব কি ফোনে সেভ থাকবে। কোন কি অনলাইনে আপলোড করবে না Opera। আপাতত প্রাইভেট বিটা ভার্সানে এই ওয়ালেট পরীক্ষা করছে Opera। চাইলে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে নতুন এই Opera নিজের Android ফোনে ডাউনলোড করে নতুন এই ফিচার ব্যবহার করে দেখতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন