Android, iOS, OS X, Linux, Windows 7, Windows 8 আর Windows 8.1অপারেটিং সিস্টেমে নতুন Skype 8.29 ভার্সান কাজ করবে।
Android, iOS, OS X, Linux, Windows 7, Windows 8 আর Windows 8.1অপারেটিং সিস্টেমে নতুন Skype 8.29 ভার্সান কাজ করবে।
অ্যাপ ডিজাইন ঢেলে সাজালো Skype। গত বছর যে ফিচার যোগ হয়েছিল তা বাদ দিল Skype। এর ফলেই আগের মতো সাধারন ডিজাইনে ফিরেব এলো এই অ্যাপ।। আগের ক্লাসিক ব্লু থিম ফিরে এসেছে এই কলিং সার্ভিসে।
আগের বছরে লঞ্চ হওয়া ডিজাইন গ্রাহকের বুঝতে আসুবিধা হয়েছে। তাই সাধারন ডিজাইনে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে এই মেসেজিং অ্যাপ। এর সাথেই আগের বছরে লঞ্চ হওয়া Snapchat এর মতো স্টোরি ফিচার বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। “গত বছর আমরা ডিজাইনে কিছু পরিবর্তন নিয়ে এসেছিলাম। কিন্রু গ্রাহক এই ডিজাইনে স্বাচ্ছন্দ বোধ করেন নি। অ্যাপ থেকে কল করা আগের থেকে কঠিন হয়ে দাঁড়িয়েছে। একই সাথে খুব কম গ্রাহক নতুন স্টোরি ফিচার ব্যবহার করেছেন।” এক ব্লগ পোস্টে এই কথা জনিয়েছে কোম্পানি। 30 সেপ্টেম্বর পর্যন্ত পর্যন্ত এই ফিচার ব্যবহার করা যাবে। তারপ্রে চিরতরে এই ফিচার বাদ যাবে।
![]()
এর সাথেই এই আপডেটে নতুন নেভিগেশান মডেল যোগ করেছে Skype। মোবাইল অ্যাপ থেকে তাড়াতাড়ি চ্যাট ও কল করার জন্য এই বোতামগুলি নীচে পাঠানো হয়েছে। হাইলাইট সরিয়ে দেওয়ার কারনে আগের থেকে অনেক পরিষ্কার দেখাচ্ছে এই অ্যাপ। ডেস্কটপে এই বোতামগুলি উপরে পাঠানো হয়েছে।
Android, iOS, OS X, Linux, Windows 7, Windows 8 আর Windows 8.1অপারেটিং সিস্টেমে নতুন Skype 8.29 ভার্সান কাজ করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Instagram Announces a Five-Hashtag Limit for Reels and Posts to Improve Content Discovery