Photo Credit: Unsplash/ Mika Baumeister
হোয়াটসঅ্যাপ খুব শীঘ্রই এক নতুন বৈশিষ্ট্য আনতে চলেছে।ফিচার ট্র্যাকারের মাধ্যমে জানা যাচ্ছে যে, হোয়াটস অ্যাপ এর এই নতুন বৈশিষ্ট্যর মাধ্যমে, ব্যবহারকারীরা অচেনা কোনো ব্যক্তির বার্তা পেলে হোয়াটসঅ্যাপ সেটি রক্ষা করতে পারবে। রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে, হোয়াটসঅ্যাপ কিছু বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে যার মাধ্যমে অজানা কোনো অ্যাকাউন্ট ব্লক করতে পারবে এবং অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে, ফলস্বরূপ ডিভাইসটির কার্যক্ষমতা উন্নতমানের হবে।
এছাড়াও আরও কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হচ্ছে , যার মাধ্যমে ব্যবহারকারীরা অন্য ব্যবহারকারীর উপস্থাপিত যে কোনো স্ট্যাটাসে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে।
WABetaInfo ফিচার ট্র্যাকারটি , অ্যান্ড্রয়েড 2.24.17.24-এর জন্য WhatsApp Beta তে,অজানা বার্তা পাঠানো ব্যাবহারকারীদের ব্লক( block unknown account messages) করতে পারার বৈশিষ্ট্যটি চালু করতে চলেছে। কিন্তু বর্তমানে এটি পরীক্ষকার জন্য রোল আউট করা হয়েছে। বৈশিষ্ট্যটি এখনও বিকাশে সহায়তা সাপেক্ষ।
WABetaInfo সেটিংসের একটি স্ক্রিনশট প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে ,অজানা অ্যাকাউন্ট থেকে আসা বার্তাগুলিকে ব্লক করার জন্য হোয়াটস অ্যাপ এর সেটিং এ গোপনীয়তা ( Privacy) > উন্নত মেনু (Advanced Menu) তে গিয়ে ব্লক করতে পারবে।
এই বৈশিষ্ট্যটির ফলে যে কোনো ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে পারবে। এতে তাদের ফোনের উপর কোনরকম নেতিবাচক প্রভাব পড়বে না।
অন্যদিকে অজানা কারোর পক্ষ থেকে বার্তা এলে সেটি গ্রহণ করা,ব্লক করা এবং অভিযোগের রূপে ব্যবহারকারীকে দেখাবে। যতক্ষন না পর্যন্ত তিনি বার্তাটি গ্রহণ করছেন ,ততক্ষন অপরদিকে ব্যক্তি কোনো কিছু দেখতে পাবেন না।
WhatsApp এর স্ট্যাটাসের মাধ্যমে ব্যাবহারকারীদের পছন্দের প্রতিক্রিয়াটি পরীক্ষা করা হচ্ছে। এই প্রক্রিয়াটির মাধ্যমে অন্যের প্রতিক্রিয়া জানাতে পারা যায়। এছাড়াও এই বৈশিষ্ট্যর মাধ্যমে ব্যবহারকারীরা হার্ট ইমোজি সহ পাঠ্য, ছবি এবং ভিডিও প্রকাশ করতে পারবে। এটির সময়সীমা 24 ঘন্টা।বর্তমানে Facebook এবং Instagram উভয়ই অ্যাপেই এই প্রতিক্রিয়া জানানোর সুবিধা আছে।এবার এই একক স্পর্শে প্রতিক্রিয়া জানানোর বৈশিষ্ট্যটি হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণের মাধ্যমে উপলব্ধ করা হয়েছে।
Google Play মাধ্যমে Android 2.24.17.21-এর জন্য হোয়াটস অ্যাপটি আপডেট করার পরে, ফোনের স্ক্রীনের নিচে উত্তর দেওয়ার পাশের অংশে ডানপ্রান্তে একটি নতুন হার্ট আইকন দেখা যাবে।তবে এই নতুন বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের কাছে ধীরে ধীরে প্রকাশিত হবে। কারণ হোয়াটস অ্যাপটি আপডেট করার পরও গ্যাজেট 360 কর্মীরা এটির সর্বশেষ বৈশিষ্ট্যটি দেখতে পাননি।
WABetaInfo এর মাধ্যমে জানানো হয়েছে যে, ইনস্টাগ্রামের মতোই যে সব হোয়াটস অ্যাপ ব্যবহারকারী ,উপস্থাপিত তথ্যটি দেখে প্রতিক্রিয়া জানাবেন, তাদের নাম দেখা যাবে। এই বৈশিষ্ট্যটি iOS, যে কোনো অ্যান্ড্রোয়েড ব্যবহারকারী এবং হোয়াটস অ্যাপের নতুন সংস্করণের মাধ্যমে পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন