WhatsApp’s Strict Account Settings feature will be rolling out to all users over the coming weeks
Photo Credit: Unsplash/Mariia Shalabaieva
WhatsApp এর নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ঘোষণা করল Meta। জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটির নিরাপত্তার ফাঁকফোকর বন্ধ করতে হাজির নতুন সিকিউরিটি ফিচার। কোটি কোটি ব্যবহারকারীকে সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখতে স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস (Strict Account Settings) নামে এক নতুন বৈশিষ্ট্য চালু করেছে হোয়াটসঅ্যাপ। এটি একবার চালু করলেই ইউজারের অ্যাকাউন্টের চারপাশে নিরাপত্তার দুর্ভেদ্য স্তর তৈরি হবে। কন্ট্যাক্ট লিস্টে নেই এমন কোনও ব্যক্তির কাছ থেকে আসা কল, অ্যাটাচমেন্ট, ছবি, ভিডিও, বা অন্যান্য মিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সবার কাছে পৌঁছে যাবে।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে যে, নতুন স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস মূলত সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, ও জনসমক্ষে পরিচিত ব্যক্তিদের জন্য আনা হয়েছে, যারা সাইবার হামলার বেশি ঝুঁকিতে থাকেন। আবার সাধারণ মানুষেরাও ফিচারটি সক্রিয় করতে পারবে। এটি এক ট্যাপেই অ্যাকাউন্টের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে দেয়। এর ফলে অ্যাপের পরিচালন ব্যবস্থা সীমিত হয়ে পড়ে ও নিরাপত্তা সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়।
স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস চালু করতে গেলে প্রথমেই নিজের ফোনে হোয়াটসঅ্যাপ খুলে সেটিংসে যেতে হবে। তারপর প্রাইভেসি অপশনে গিয়ে অ্যাডভ্যান্সড অপশন খুঁজতে হবে। সেখান থেকে এক ট্যাপেই স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস চালু করা যাবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপ ডিভাইস হ্যাক করার অন্যতম মাধ্যম হয়ে উঠছে। ম্যালওয়্যার কিংবা স্পাইওয়্যারের আড়ালে ছবি, ভিডিও, ও ফাইল পাঠিয়ে ফোন বা কম্পিউটার কব্জা করে নেওয়া হচ্ছে। স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস চালু থাকলে অচেনা বা কন্ট্যাক্ট লিস্টে নেই — এমন অপরিচিত নম্বর থেকে আসা কল সাইলেন্ট হয়ে যাবে। তাদের পাঠানো মিডিয়া ফাইল এবং যে কোনও প্রকার অ্যাটাচমেন্ট সংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে।
এছাড়াও, চ্যাটে URL শেয়ার করার সময় যে থাম্বনেইল দেখা যায়, সেই লিংকের প্রিভিউ বন্ধ হবে। হোয়াটসঅ্যাপের মতে, সাইবার হামলায় এই তিনটি উপায় ডিজিটাল নজরদারি চালানোর সম্ভাব্য প্রবেশপথ। এই মুহূর্তে নতুন ফিচারটি সেটিংসে নাও খুঁজে পেতে পারেন। এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সবার কাছে পৌঁছে যাবে বলে নিশ্চিত করেছে কোম্পানি।
প্রসঙ্গত, ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং হোয়াটসঅ্যাপে পেইড ফিচার আনার পরিকল্পনা করছে মেটা। তিনটি অ্যাপই বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে অতিরিক্ত ফিচার্স ব্যবহারের জন্য সাবস্ক্রিপশন প্যাকেজ কিনতে হবে। যদিও এটি কবে চালু হবে, কেমন দাম থাকবে, বা কী কী সুবিধা মিলবে, তা এখনও ঘোষণা হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.