Photo Credit: Amazon
অ্যামাজনের পক্ষ থেকে ঘোষণা করা হলো 2024 সালের অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। যদিও এখনো পর্যন্ত এই সেলের কোনো তারিখ প্রকাশ করা হয়নি তবে অ্যামাজন তাদের ওয়েবসাইটের মাধ্যমে কিছু আগাম অফার এবং ছাড়ের উল্লেখ করেছে। গ্রাহকরা ল্যাপটপের মাধ্যমে 45 শতাংশ ছাড়ের সুবিধা পাবেন এবং ইলেকট্রনিক্স পণ্য উপর ও অন্যান্য পণ্যের দামের উপর 75 শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়াও প্রাইমের সদস্য এবং SBI কার্ডের ব্যাবহারকারীরা এই সেলে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
অ্যামাজন একটি মাইক্রোসাইট তৈরী করেছেন,যেটির মাধ্যমে তারা বিভিন্ন পণ্যের বিভাগের উপর নজরকাড়া ছাড় প্রকাশ করেছে যেমন - ইলেকট্রনিক্স, ঘরের ব্যবহারের পণ্য, মোবাইল এবং গেমিং ডিভাইস, এছাড়াও বিভিন্ন লাইফস্টাইল পণ্যের উল্লেখও করা হয়েছে।
এছাড়াও বিশ্বের বিভিন্ন নাম করা ব্র্যান্ডের ডিভাইস যেমন - Apple,Samsung,Dell,Amazfit,Sony এবং Xiaomi গুলিকে উল্লেখযোগ্য ছাড়ের দ্বারা প্রকাশ করা হয়েছে। এছাড়াও এর সাথে ভারতে নাম করা ব্রান্ড যেমন Boat এর উপর বিশেষ ছাড়ের সুবিধা পাওয়া যাবে। মনে করা হচ্ছে যে, অ্যামাজনের এই সেলের মাধ্যমে নামকরা ব্র্যান্ড যেমন - আলেক্সা, ফায়ার টিভি এবং কিন্ডলে এই সমস্ত ডিভাইসগুলি কম দামে পাওয়া যেতে পারে।
পাবলিক সেক্টর ব্যাংকের সাথে এই ই কমার্স কোম্পানীর অংশীদারিত্বের সৌজন্যে SBI এর ক্রেডিট এবং ডেবিট কার্ডের ব্যাবহারকারীরা যে কোনো পণ্যের উপর তৎক্ষণাৎ 10 শতাংশ ছাড় পাবেন। গ্রাহকরা বিভিন্ন ট্যাবলেটএর উপর 60 শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা ভোগ করতে পারবে, বিভন্ন মোবাইল এবং এই সম্পর্কিত জিনিসপত্রের দামের উপর 40 শতাংশ ছাড় পাবেন, বিভন্ন হেডফোনের দামের উপর 70 শতাংশ ছাড় পাবেন, স্মার্টটিভি এবং প্রজেক্টরএর উপর 60 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে
এছাড়াও বিভিন্ন গেমিং সংক্রান্ত জিনিসের দামের উপর 70 শতাংশ ছাড় দেওয়া হবে , আরও অনেক কিছু আছে এই সেল উৎসবে। অ্যামাজন ঘোষণা করেছে যে, ইলেকট্রনিক্স ছাড়াও এই সেলে গ্রাহকরা ট্রাভেল বুকিং, ফ্লাইট টিকিট, ট্রেন এবং বাসের ভাড়া সহ বিভিন্ন হোটেল বুকিংগুলিতেও বিশেষ ছাড় পাবেন।
অ্যামাজন প্রাইমের সদস্যরা এই সেলে অগ্রিম প্রবেশাধিকারের সুযোগ পাবেন। এছাড়াও এটির সাথে ক্যাশব্যাক অফার এবং বর্ধিত No Cost EMI এর সুযোগ পাবে। এমনকি এই সেল চলাকালীন পে-লেটার এবং অ্যামাজন পে এর মাধ্যমে পেমেন্টর ছাড় এবং কুপনের ছাড়ের সুবিধাগুলিকে উন্মুক্ত করা হবে বলে মনে করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন