প্রত্যেক তিন ভারতবাসীর দুই জনের কাছে একটির বেশি ডিভাইস রয়েছে। কাজের দিন মোট সময়ের 90 শতাংশ এই ডিভাইসগুলিতে কাজ করেন তাঁরা। শুক্রবার এক সমীক্ষা রিপোর্টে এই খবর জানানো হয়েছে।
উল্লেখযোগ্যভাবে ভারতবাসী একাধিক স্ক্রিনে সহজের কাজ করতে পারে। 50 শতাংশ ভারতবাসী স্মার্টফোনে দিনের কাজ শুরু করেন। পরে কম্পিউটারে কাজ করেন তাঁরা। গবেষণায় জানা গিয়েছে মিলেনিয়ালরা একাধিক ডিসপ্লেতে কাজ করতে সবথেকে স্বচ্ছন্দ বোধ করে।
গবেষণায় কিছু মানুষের কাছ থেকে দুই সপ্তাহ স্মার্টফোন নিয়ে নিলে 39 শতাংশ বড় সমস্যার কথা জানিয়েছেন। বাকি মানুষরা জানিয়েছেন স্মার্টফোন ছাড়া বাঁচতে পারবেন না।
গবেষণায় জানা গিয়েছে অনলাইন কাজকর্মের জন্য ভারতবাসী কম্পিউটারের থেকে মোবাইলকেই বেশি পছন্দ করেন। স্মার্টফোনে ভিডিও কলিং (88 শতাংশ), সোশ্যাল মিডিয়া (85 শতাংশ), টেক্সট মেসেজ করা (89 শতাংশ) ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়।
এছাড়াও শপিং এর অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে স্মার্টফোন। মোবাইল থেকেই 89 শতাংশ ভারতীয় অনলাইন শপিং করেন। 1,000 ভারতবাসীর মধ্যে চালানো এক সমীক্ষা থেকে এই তথ্য জানা গিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন