এয়ারটেলের সমস্ত মোবাইল, Wi-Fi, ও DTH গ্রাহকরা অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম এক বছর ফ্রি-তে ব্যবহার করতে পারবে।
Photo Credit: Airtel
Airtel users get Adobe Express Premium free for one year
Airtel কোম্পানির 36 কোটি গ্রাহকদের জন্য বড় খবর। ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটি আমেরিকান সফটওয়্যার নির্মাতা Adobe এর সাথে হাত মেলানোর ঘোষণা করেছে। ফলে এয়ারটেলের কোটি কোটি গ্রাহক জেনারেটিভ AI ফিচার্সের সাথে Adobe Express Premium এক বছর সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে। এই পরিষেবা এয়ারটেলের সমস্ত মোবাইল (প্রিপেইড + পোস্টপেইড), Wi-Fi, ও DTH গ্রাহকদের জন্য আনা হয়েছে। Adobe Express Premium ছাত্রছাত্রী, কনটেন্ট ক্রিয়েটর, ছোট ব্যবসায়ী, ও উদ্যোক্তাদের সামনে ক্রিয়েটিভ AI ব্যবহারের এক নতুন দরজা খুলে দেবে বলে মনে করা হচ্ছে।
অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়ামের বার্ষিক পরিষেবা নিতে প্রায় 4,000 টাকা খরচ হয়। কিন্তু এখন সেটা এয়ারটেল গ্রাহকরা নিখরচায় পাবে। সাবস্ক্রিপশনে জেনারেটিভ এআই-চালিত টুলসের মধ্যে রয়েছে ওয়ান ট্যাপ ভিডিও এডিটিং, কাস্টম ইমেজ জেনারেশন, ব্যাকগ্রাউন্ট রিমুভাল, অটো ক্যাপশন, ও ইনস্ট্যান্ট রিসাইজ।
এয়ারটেল গ্রাহকরা অ্যাডোবির 30,000-এর বেশি প্রফেশনাল ফ্রন্ট, 100 জিবি ক্লাউড স্টোরেজ, ও ওয়াটারমার্ক ছাড়াই ছবি এক্সপোর্ট করার সুবিধা পাবে। অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়ামে হাজার হাজার ডিজাইন টেমপ্লেটের অ্যাক্সেস খুলে যাবে, যার মধ্যে ভারতীয় উৎসব, বিয়ে, এবং লোকাল ব্যবসার জন্য বিশেষভাবে তৈরি টেমপ্লেট আছে। প্ল্যাটফর্মে ইংরেজি ও হিন্দির পাশাপাশি বাংলা ভাষার সাপোর্ট আছে।
You x Us x @adobeexpress - collab of the year!
— airtel India (@airtelindia) January 29, 2026
Casually unlocking the quick & easy design app worth ₹4000 for all of you.#EveryoneCanDesign #MadeWithAdobeExpress #AirtelXAdobe pic.twitter.com/JmCHG4tvgE
ছোট ব্যবসায়ী এবং উদ্যোক্তরা অ্যাডোবির টুলসের সাহায্যে মার্কেটিং বা সোশ্যাল মিডিয়াতে প্রমোশন চালাতে পারবে। কনটেন্ট নির্মাতারা রিলস ও শর্টসের ভিডিও এডিটিং বা থাম্বনেইল দ্রুত বানাতে পারবে। স্কুল বা কলেজ পড়ুয়াদের প্রেজেন্টেশন ও প্রজেক্ট বানানো আরও সহজ হয়ে উঠবে। এছাড়াও, সাবস্ক্রিপশনের সাহায্যে চাকরিপ্রার্থীরা সুন্দর সিভি বানাতে পারবে।
মনে রাখবেন, এই অফার জানুয়ারি 29, 2026 থেকে জানুয়ারি 28, 2027 এর মধ্যে রিডিম করতে হবে। সাবস্ক্রিপশন চালু হওয়ার দিন থেকে পরবর্তী 365 দিন বা এক বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন