13 অক্টোবর শুরু হবে ‘Amazon Great Indian Festival: Celebration Special sale। 17 অক্টোবর পর্যন্ত Amazon.in এ এই সেল চলবে।
17 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে
সপ্তাহের শেষে আবার ধামাকা সেল নিয়ে আসছে Amazon। 13 অক্টোবর শুরু হবে ‘Amazon Great Indian Festival: Celebration Special sale'। 17 অক্টোবর পর্যন্ত Amazon.in এ এই সেল চলবে। Amazon Prime গ্রাহকরা 12 অক্টোবর দুপুর 12 টা থেকে এই সেলে সংশ নিতে পারবেন। ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করে এই সেলে কেনাকাটা করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে।
আগামী Amazon সেলে স্মার্টফোনে 40 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সাথে থাকছে বিনামূল্যে ক্রিন রিপ্লেসমেন্ট , আকর্ষনীয় এক্সচেঞ্জ অফার, নো কস্ট ইএমআই সহ বিভিন্ন অফার। সস্তা হবে Apple, Xiaomi, OnePlus, Samsung, Vivo, Honor সহ বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোন।
Amazon জানিয়েছে এই সেলে একাধিক প্রোডাক্ট বিক্রি শুরু হবে। এই সেলে বিক্রি শুরু হতে পারে নতুন OnePlus 7T Pro। যদিও এখনও এই ফোন লঞ্চ করেনি OnePlus।
স্মার্টফোন ছাড়া অন্যান্য প্রোডাক্টেও ছাড় পাওয়া যাবে। বিভিন্ন অ্যাপলায়েন্সে 60 শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। সাথে নো কস্ট ইএমআই এক্সচেঞ্জ অফার আর ফ্রি ডেলিভারির সুবিধা দেবে কোম্পানি। Mi 50 ইঞ্চি 4K স্মার্ট টিভি আর Vu 43 ইঞ্চি মডেলে অফার থাকছে।
HP, Canon, boAT, Lenovo সহ মোট 200 টি ব্র্যান্ডের 6,000 প্রোডাক্টে অফার পাওয়া যাবে। 12 অক্টোবর প্রাইম গ্রাহকদের জন্য এই সেল শুরু হবে। 13 অক্টোবর মধ্যরাত থেকে সব গ্রাহক এই সেল অংশ নিতে পারবেন। 17 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Wobble Announces Launch Date for First Smartphone in India: Expected Specifications, Features
Samsung Galaxy Z Fold 8 Said to Feature Larger Battery, Reintroduce S-Pen Support