পুজোর ঠিক আগে মঙ্গলবার থেকে Amazon এ শুরু হচ্ছে ‘Great Indian Festival’ সেল। মঙ্গলবার দুপুর 12 টা থেকে প্রাইম মেম্বারদের জন্য শুরু হয়েছে এই সেল। কোম্পানির অন্য সব গ্রাহকদের জন্য রাত 12 টায় শুরু হয়ে যাবে এই বছরের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইনে এই সেলের বিপুল বিজ্ঞাপন করেছে ই-কমার্স জায়েন্ট।
ফ্ল্যাট ডিসপকাউন্ট ও লাইটনিং ডিল দুই ধরনের অফারেই বিভিন্ন জিনিসে বিশাল ছাড় পাওয়া যাবে এই সেলে। এর সাথেই বিভিন্ন বিভাগে গ্রাহকরা পাবেন ক্যাশব্যাক অফার।
এক নজরে Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালের সেরা অফারগুলিতে চোখ রাখা যাক।
এই সেলে 64GB iPhone X মাত্র 69,999 টাকায় (দাম 91,900 টাকা) পাওয়া যাবে। নো কস্ট EMI তে প্রতি মাসে মাত্র 7,777 টাকা দিয়ে কেনা যাবে এই ফোন। এছাড়াও এই বছরের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালে iPhone 8 Plus, iPhone 8, iPhone 7, iPhone 7 Plus, iPhone 6s ও iPhone 6 সহ সব পুরোনো iPhone মডেলেই আকর্ষনীয় ছাড় পাওয়া যাবে।
34,999 টাকার পরিবর্তে 6GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের OnePlus 6 মাত্র 29,999 টাকায় পাওয়া যাবে। এছাড়াও সহজে নো কস্ট EMI এর মাধ্যমে পাওয়া যাবে এই ফোন।
Amazon এর নিজস্ব Fire TV Stick মাত্র 2,799 টাকায় পাওয়া যাবে। Echo DoT পাওয়া যাবে মাত্র 2,999 টাকায়। এছাড়াও কোম্পানির অন্যান্য সেল এর মতোই Kindle ডিভাইসে আকর্ষনীয় ছাড় পাওয়া যাবে।
প্রসঙ্গত 10 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত চলবে Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল। 9 অক্টোবর দুপুর 12 টার পর থেকে শুধুমাত্র প্রাইম গ্রাহকরা এই সেল এর মাধ্যমে কেনাকাটার সুযোগ পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন