প্রাইম মেম্বাররা Amazon Pay ব্যবহার করে 2,400 টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়াও থাকছে অতিরিক্ত 300 টাকা ক্যাশব্যাক। SBI কার্ড গ্রাহকরা পাবেন 10 শতাংশ অতিরিক্ত ছাড়।
Photo Credit: Amazon India
10 অক্টোবর শুরু হচ্ছে Amazon Great Indian Festival সেল
আগামী সপ্তাহে শুরু হচ্ছে Amazon Great Indian Festival সেল। 10 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত চলবে এই সেল। প্রথম দিন থেকেই অন্যান্য প্রোডাক্টের মতোই স্মার্টফোন সহ একাধিক গ্যাজেটে পাওয়া যাবে বিশাল ছাড়। 10 অক্টোবর মধ্যরাতে শুরু হবে এই সেল। এছাড়াও প্রাইম মেম্বাররা 9 অক্টোবর বিশেষ ফ্ল্যাশ সেলে কিনতে পারবেন MI TV 4 Pro। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে Fire TV Stick, Echo স্পিকার, Kindle ই-বুক রিডারের মতো কোম্পানির নিজস্ব প্রোডাক্টে বিশেষ ছাড় পাওয়া যাবে।
15 অক্টোবর শেষ হবে এই সেল। গোটা সেলেই প্রাইম মেম্বারদের জন্য থাকবে আকর্ষনীয় সব অফার। 19,990 টাকার Vivo V9 Pro পাওয়া যাবে 17,990 টাকায়। এছাড়াও Redmi Y2, Honor 7C, Huawei Nova 3i, Honor Play, Realme 1 ও Vivo Y83 তে পাওয়া যাবে বিশেষ ছাড়। OnePlus 6 ফোনে পাওয়া যাবে 5,000 টাকা পর্যন্ত ছাড়।
প্রাইম মেম্বাররা Amazon Pay ব্যবহার করে 2,400 টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়াও থাকছে অতিরিক্ত 300 টাকা ক্যাশব্যাক। SBI কার্ড গ্রাহকরা পাবেন 10 শতাংশ অতিরিক্ত ছাড়। গ্রেট ইন্ডিয়ান সেলে বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই ও হায়দ্রাবাদের প্রাইম মেম্বাররা মাত্র দুই ঘন্টায় ডেলিভারির সুবিধা পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India