গত বছর জানুয়ারি মাসে ‘ক্যাশ লোড' সার্ভিস নিয়ে এসেছিল Amazon। এই সার্ভিসে বাড়ির দরজায় ডেলিভারির সময় Amazon Pay ব্যবহার করে পেমেন্ট করতে পারেন গ্রাহক। এবার Amazon Pay তে ‘ক্যাশ লোড' এর সময় 1,000 টাকা ক্যাশব্যাক দেওয়ার কথা ঘোষণা করল মার্কিন কোম্পানিটি। 5,000 টাকা বা তার বেশি টপ আপ করলে এই ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও ক্যাশ অন ডেলিভারি পেমেন্টে 100 টাকা Amazon Pay ক্যাশ লোডে 50 টাকা ফেরৎ পাবেন গ্রাহক।
আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই দেদার ছাড় নিয়ে এল Amazon
31 জানুয়ারি পর্যন্ত এই অফার চালু থাকবে। এই অফারের সুধা পেতে বাড়িতে অ্যামাজন এক্সিকিউটিভের কাছে Amazon Pay অ্যাকাউন্টে টাকা যোগ করতে হবে। একজন গ্রাহক একবার এই অফারের সুবিধা পাবেন।
আরও পড়ুন: 2019 সালে সস্তা হয়েছে এই পাঁচটি Xiaomi স্মার্টফোন
এই অফারের সুবিধা পেতে Amazon থেকে কোন জিনিস ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মোড সিলেক্ট করে কিনতে হবে। এই অর্ডার ডেলিভারির সময় গ্রাহক এই টাকা এক্সিকিউটিভের মাধ্যমে Amazon Pay অ্যাকাউন্টে যোগ করে ক্যাশব্যাক পেতে পারেন। এই সময় Amazon Pay অ্যাকাউন্টে 5,000 টাকা বা তার বেশি যোগ করলে গ্রাহক 1,000 টাকা ক্যাশ্যাব পাবেন। 100 টাকা যোগ করলে 50 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
আরও পড়ুন: জানুয়ারিতে মধ্যবিত্তের জন্য তিনটি নতুন স্মার্টফোন আনছে Samsung
Amazon Pay অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ করার সাত দিনের মধ্যে গ্রাহকের Amazon গিফট কার্ড অ্যাকাউন্টে ক্যাশব্যাক পৌঁছে যাবে। একজন গ্রাহক 50 টাকা ও 1,000 টাকা ক্যাশব্যাক দুটি অফারের সুবিধা নিতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন