এখনও Avengers: Endgame দেখেননি? কম্পিউটারে ডাউনলোড করে দেখার পরিকল্পনা করছেন? আপনার এই ভুলের অপেক্ষায় বসে আছে হ্যাকারা। কীভাবে হ্যাকাররা Avengers: Endgame ডাউনলোডের প্রতিশ্রুতি দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিচ্ছে সেই বিষয়ে সম্প্রতি এক ব্লগ পোস্টে জানিয়েছে অ্যান্টিভাইরাস কোম্পানি Kaspersky Lab।
Photo Credit: Kaspersky Lab
Avengers: Endgame ডাউনলোডের প্রতিশ্রুতি দিচ্ছে অসংখ্য ওয়েবসাইট
এখনও Avengers: Endgame দেখেননি? কম্পিউটারে ডাউনলোড করে দেখার পরিকল্পনা করছেন? আপনার এই ভুলের অপেক্ষায় বসে আছে হ্যাকারা। কীভাবে হ্যাকাররা Avengers: Endgame ডাউনলোডের প্রতিশ্রুতি দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিচ্ছে সেই বিষয়ে সম্প্রতি এক ব্লগ পোস্টে জানিয়েছে অ্যান্টিভাইরাস কোম্পানি Kaspersky Lab। গত শুক্রবার ভারতে এই সিনেমা মুক্তি পেয়েছিল। ইতিমধ্যেই বিশ্বব্যাপী 11,771 কোটি টাকার ব্যবসা করেছে Avengers: Endgame। ভারতে সমথেকে জনপ্রিয় হলিউড সিনেমার তকমা ছিনিয়ে নিয়েছে এই সিনেমা। এই বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই আপনাকে ফাঁদে ফেলতে চাইছে হ্যাকাররা।
এক ব্লগ পোস্টে Kaspersky Lab জানিয়েছে Avengers: Endgame ডাউনলোড করতে গিয়ে প্রতারনার ফাঁদে পরতে পারেন। একটি সাধারন সার্চ করে এই ভুল করতে পারেন। হ্যাকাররা বিনামূল্যে Avengers: Endgame ডাউনলোড অথবা স্ট্রিম করার লোভ দেখিয়ে আপনার তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
একটি ওয়েবসাইটে স্ট্রিমিং শুরু হয়ার পরে একটি অপ-আপ উইন্ডো খুলছে। সেখানে একটি অ্যাকাউন্ট তৈরী করতে বলা হচ্ছে। এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট কুললেই আপনি হ্যাকারদের খপ্পড়ে পরে যাবেন। সাধারনত বিনামূল্যে এই অ্যাকাউন্ট তৈরী করা যায়। তবে কিছু ওয়েবসাইটে ক্রেডিট কার্ড নম্বর চাইবে।
অনেকেই ক্রেডিট কার্ড নম্বর না দিলেও হ্যাকারদের কাছে ইতিমধ্যেই আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড পৌঁছে যাওয়ায় ক্রেডিট কার্ড হ্যাক করা তুলনামুলক সহজ হয়ে যাবে।
Kaspersky Lab জানিয়েছে, “মানুষ সাধারনত বিভিন্ন ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করেন। প্রায় সবাই এই কাজ করেন। তাই সেখান থেকে আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারবে হ্যাকাররা।” পরে ভুয়ো কেনাকাটায় আপনার ব্যাক্ত অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করতে পারে হ্যাকাররা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features