আপাতত এই টেকনোলজির পরীক্ষা চলছে। তবে Microsoft জানিয়েছে প্রথম ধাপের পরীক্ষা সফল ভাবে উত্তীর্ণ হয়েছে নতুন এই টেকনোলজি।
গত বছর দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার পরে কড়া সমালোচনার সম্মুখীন হয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান (CBSE)। এবার টেক জায়েন্ট Microsoft এর সাথে হাত মিলিয়ে প্রশ্ন ফাঁস রুখতে কড়া ব্যবস্থা নিল CBSE।
প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার পরে দেশজুড়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে উত্তজনার সৃষ্টি হয়েছিল। সারা দেশে CBSE এর অধীনে 20,229 টি স্কুল রয়েছে। Microsoft এর সাথে হাত মিলিয়ে এনক্রিপটেড সিকিউরিটি সলিউশানের মাধ্যমে প্রশ্নপত্র সুরক্ষিরত রাখার কাজ শুরু করেছে CBSE।
“আমরা নতুন এক টেকনোলিজির মাধ্যমে CBSE এর প্রশ্নপত্র পরীক্ষার 30 মিনিট আগে পর্যন্ত সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছি” বলে জানিয়েছেন ভারতে Microsoft-এর ম্যানেজিং ডিরেক্টার অনিল ভানসালি।
আপাতত এই টেকনোলজির পরীক্ষা চলছে। তবে Microsoft জানিয়েছে প্রথম ধাপের পরীক্ষা সফল ভাবে উত্তীর্ণ হয়েছে নতুন এই টেকনোলজি।
পরীক্ষা কেন্দ্রের প্রধান Windows 10 ও Office 365 ব্যবহার করে এই পুরো পদ্ধতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
সমকিছুই এনক্রিপটেড থাকবে ও দুই ধাপের সুরক্ষা সহ তা ব্যবহার করা যাবে। এর ফলে কোন শিক্ষক প্রশ্নপত্র ডাউনলোড করতে চাইলে শিক্ষককে নিজের পরিচয় জানাতে হবে। পরীক্ষা শুরুর মাত্র 30 মিনিট আগেই এই প্রশ্নপত্র ডাউনলোড করা যাবে।
ওয়ান টাইম পাসওয়ার্ড বা বায়োমেট্রিক অথীন্টিকেশানের মাধ্যমে এই সুরক্ষা কবচ তৈরী হবে। আধারের মাধ্যমেও এই সুরক্ষা ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছে Microsoft।
এছাড়াও যে কেন্দ্র থেকে প্রশ্ন ডাউনলোড হয়েছে প্রশ্নপত্রের উপরে সেই কেন্দ্রেও ওয়াটারমার্ক দিয়ে দেওয়া হবে। এর ফলে প্রশ্ন ফাঁস হলে সহজেই জানা যাবে কোন কেন্দ্র থেকে তা বাইরে গিয়েছে।
একজন CBSE অধিকর্তা এই প্রশ্নপত্রগুলি Microsoft এর ক্লাউড সার্ভিস OneDrive ব্যবহার করে ইমেলের মাধ্যমে সব কেন্দ্রে পাঠিয়ে দেবেন। এর পরে পরীক্ষা কেন্দ্র থেকে সেই প্রশ্নপত্র ডাউনলোড করে নেওয়া যাবে।
প্রশ্নপত্র পাঠানোয় ডিজিটাল টেকনোলজি ব্যবহারের ফলে তা যেমন আওনে সুরক্ষিত হবে একই সাথে প্রশ্নপত্র পাঠানোর খারচ ও ঝক্কি কমে যাবে অনেকটাই।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Jurassic World: Rebirth OTT Release: Know When, Where to Watch the Scarlett Johansson-Starrer
Karam Is Now Streaming Online: Where to Watch Vineeth Sreenivasan's Malayali Action Thriller
Kamaro 2 Is Streaming Now on Sun NXT: Know All About the Horror Suspense Film
Saali Mohabbat OTT Release: Know When and Where to Watch the Radhika Apte-Starrer