দালালদের দূরে সরিয়ে সাধারন মানুষকে আরও শক্তি দিয়েছে ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্প। শুক্রবার এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দালালদের দূরে সরিয়ে সাধারন মানুষকে আরও শক্তি দিয়েছে ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্প। শুক্রবার এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর সাথেই শিক্ষা, কর্মসংস্থান, ব্যাবসা ও ক্ষমতায়ন এর উপরে জোর দেন প্রধানমন্ত্রী।
“খুব সাধারন লক্ষ্য নিয়ে আমরা ডিজিটাল ইন্ডিয়া শুরু করেছিলাম। আরও বেশি মানুষ, বিশেষ করে গ্রামীন ভারতের নাগরিকরা টেকনোলজির আরও বেশি সুবিধা নেওয়ার উদ্দেশ্যেই এই প্রকল্পের সুচনা করা হয়েছিল।” NaMo অ্যাপ এ এই কথা জানান মোদি। এই নিয়ে চতুর্থবার নিজের অ্যাপ এ সরকারী প্রকল্পের সুবিধাভোগীদের সাথে ভিডিও কনফারেন্স করলেন নরেন্দ্র মোদি। এছাড়াও সোশাল মিডিয়া সাইট ফেসবুকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল ইন্ডিয়া বিপ্লবের ফলে সাধারন মানুষ আরও বেশি করে ডিজিটাল পেমেন্ট শুরু করেছেন। এর ফলেই দেশ থেকে দাদালের ধারনা শেষ হয়ে যাচ্ছে।
“টেকনোলজির মাধ্যমে ট্রেনের টিকিট থেকে যে কোন বিল এখন অনলাইনে দেওয়া সম্ভব। এর ফলে সাধারণ মানুষের জীবনে স্বস্তি এসেছে। আর সুবিধা দেশের সব শ্রেণীর মানুষের কাছেই পৌঁছে গিয়েছে।” বলে জানিয়েছেন মোদি।
প্রধানমন্ত্রী বলেন এই প্রকল্পের মাধ্যমেই গ্রামীন ভারতে টেকনোলজির সম্প্রসারন ঘটেছে। আর উত্তর পূর্বের রাজ্যেগুলি এই উন্নতির অন্যতম নিদর্শন।
“নর্থ ইস্ট বিপিও প্রোমোশান স্কিমের মাধ্যমে আমরা উত্তর পূর্ব ভারতের যুব সম্প্রদায়কে কাজের সুযোগ করে দিচ্ছি। ” বলে জানান মোদি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Prince of Persia: Sands of Time Remake Cancelled Alongside Five Unannounced Ubisoft Games