ভারত সহ গোটা বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট পরিষেবা চাঙ্গা রাখতে ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি কমাল Facebook। মঙ্গলবার ভিডিও স্ট্রিমিং বিট রেট কমিয়েছিল Netflix।
ভারত ছাড়াও ইউরোপ ও লাতিন আমেরিকায় ভিডিও স্ট্রিমিং বিট রেট কমিয়েছে Facebook
ভারত সহ গোটা বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট পরিষেবা চাঙ্গা রাখতে ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি কমাল Facebook। সম্প্রতি ভারতে ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল Netflix। এছাড়াও ইউরোপে স্ট্রিমিং কোয়ালিটি কমিয়েছে YouTube ও Amazon। একই পথে হেঁটে এবার Facebook ও Instagram -এর ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি কম করেছে মার্কিন কোম্পানিটি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ভিডিও কোয়ালিটি কমানোর কারণে গোটা বিশ্বের ইন্টারনেট পরিষেবার উপরে চাপ কমবে।
ভার, ইউরোপ ও লাতিন আমেরিকার স্ট্রিমিং বিট রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে Facebook ও Instagram। করোনাভাইরাসের কারণে ঘরে বসে ভারত সহ বিশ্বের বহু দেশের নাগরিকরা। ঘরে বসে বিপুল পরিমাণে ভিডিও স্ট্রিম করছেন প্রায় সব গ্রাহক। ইন্টারনেট পরিষেবা থেকে চাপ কমাতে বিভিন্ন স্ট্রিমিং কোম্পানি ভিডিও কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
দেশে লকডাউন, অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দিতে কালঘাম ছুটছে ই-কমার্স কোম্পানিগুলির
এই কারণেই Facebook ও Instagram -এ ভিডিও কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে মার্ক জাকারবার্গ। কোম্পানির মুখপাত্র জানিয়েছেন,
নেটওয়ার্কের উপর চাপ কমাতে ভারতে সাময়িকভাবে Facebook ও Instagram ভিডিও স্ট্রিমের বিট রেট কমানো হয়েছে। ব্যান্ডউইথের বিপুল চাহিদা থাকার কারণে আমরা এই ব্যবস্থা নিয়েছি। এছাড়াও করোনাভাইরাস অতিমারির সময় গ্রাহকরা যেন ফেসবুক ব্যবহার করে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন তা নিশ্চিত করছি।
মঙ্গলবার ভিডিও স্ট্রিমিং বিট রেট কমিয়েছিল Netflix। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছিল ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি কমানোর জন্য গোটা দেশে আগামী 30 দিনে 25 শতাংশ কম ব্যান্ডউইথ ব্যবহার হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft CEO Satya Nadella Suggests Next-Gen Xbox Will Be Windows PC and Console Hybrid