অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে বাড়তে পারে হৃদরোগের সম্ভাবনা, জানাচ্ছে গবেষনা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 জুলাই 2019 18:58 IST

আজকাল স্মার্টফোন প্রায় সকলের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। বিশেষ করে স্মার্টফোন ছাড়া জীবনকে ভারতেই পারে না তরুন প্রজন্ম। অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহারে শারীরিক কার্যকলাপ কমে যাচ্ছে। সম্প্রপ্তি এক গবেষণায় এই কথা জানা গিয়েছে।

এই গবেষণায় বিশ্ববিদ্যালয়ের যে সব ছাত্র ছাত্রী দিনে পাঁচ ঘন্টা বা তার বেশি সময় স্মার্টফোন ব্যবহার করেছেন তাদের মধ্যে 43 শতাংশের মোটা হয়ে যয়ার প্রবণতা তৈরী হয়েছে। এর ফলে হৃদপিন্ডে রোগের সম্ভাবনা বাড়ছে,

“সাধারন মানুষের এই বিষয়টি সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন। নতুন এই প্রযুক্তি নিঃসন্দেহে আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে। তবে আরও স্বাস্থ্যকর জীবন বাঁচার জন্য মোবাইল ব্যবহার হওয়া উচিত” দক্ষিণ আমেরিকার প্রকাশিত এক গবেষক মিরারি ম্যান্টিলা-মরন এই কথা জানিয়েছেন।

“স্মার্টফোনের সামনে অতিরিক্ত সময় ব্যয় করলে শারীরিক কার্যকলাপের সময় কমে যায়। এর ফলে অল্প বয়সে মৃত্যু ঘটতে পারে। এছাড়াও ডায়াবেটিস ও হৃদরোগের সম্ভাবনা বাড়ে। দেখা যেতে পারে বিভিন্ন  ধরনের ক্যান্সার।” বলেন মিরারি ম্যান্টিলা-মরন।

1060 জন ছাত্র ছাত্রীর উপরে এই গবেষনা চালানো হয়েছে। সিমন বলিভার বিশ্ববিদ্যালয়ে 2018 সালের জুন মাস থেকে ডিসেম্বর মাসে ছাত্র ছাত্রীদের উপরে এই গবেষনা চালানো হয়েছিল।

এর মধ্যে 700 জন মহিলা আর 360 জন পুরুষের মধ্যে এই গবেষনা চালানো হয়েছে। মেয়েদের গড় বয়স ছিল 19 বছর আর ছেলেদের গড় বয়স ছিল 20 বছর। এর মধ্যে 36.1 শতাংশ ছেলের মোয়াট হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে আরে 42.6 শতাংশ ছেলের মধ্যে অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। মেয়েদের মধ্যে 63.9 শতাংশ মোটা ও 57.4 শতাংশ অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা দেখিয়েছেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Smartphone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা এবং 6,000mAh ব্যাটারির Vivo 5G স্মার্টফোন 6,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে
  2. Poco C85 5G সস্তায় 50MP AI ক্যামেরার সঙ্গে ভারতে আসতে চলেছে, থাকতে পারে 6,000mAh ব্যাটারি
  3. 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy Z TriFold, ভাঁজ করলে স্মার্টফোন, খুললেই 10 ইঞ্চি ট্যাবলেট
  4. Oppo A6x 5G ভারতে 6,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল, দাম মাত্র 12,499 টাকা
  5. Vivo X300 ও X300 Pro বাজার কাঁপানো ফিচার্স নিয়ে ভারতে লঞ্চ হল, ফোনে এবার DSLR ক্যামেরার মতো ছবি
  6. Sanchar Saathi: নতুন-পুরনো সমস্ত ফোনে ইনস্টল করতেই হবে এই অ্যাপ, নির্দেশ দিল কেন্দ্র
  7. Realme P4x 5G বাজেট স্মার্টফোনে বিপ্লব ঘটাবে, লঞ্চ হওয়ার আগেই দাম ফাঁস
  8. iQOO 15 সেলে 8,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, এমন অফার আর আসবে না
  9. Oppo Find X9 চোখ ধাঁধানো ভেলভেট রেড রঙে লঞ্চ হল, 7,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে
  10. Vivo S50 Pro Mini আসছে iPhone Air-এর মতো ডিজাইন নিয়ে, থাকবে হাই-টেক ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.