25 অগাস্ট এক দিনের জন্য নতুন সেল লঞ্চ করল Flipkart। Flipkart Plus গ্রাহকরা 24 অগাস্ট থেকে এই সেল উপভোগ করতে পারবেন। HDFC ব্যাঙ্কের গ্রাহকরা এই সেলে EMI ট্রাঞ্জাকশানে 10 শতাংশ ছাড় পাবেন। তবে নির্বাচিত প্রোডাক্টে এই অফার পাওয়া যাবে। স্মার্টফোন, ল্যাপটপ, অডিও ডিভাইস ও অন্যান্য ইলেকট্রনিক প্রোডাক্ট কম দামে কেনা যাবে।
24 অগাস্ট রাত 9টায় Flipkart Plus গ্রাহকদের জন্য এই সেল শুরু হবে। তবে যে সব গ্রাহকরা Flipkart Plus সদস্য নন তাঁরা 25 অগাস্ট থেকে এই সেলে জিনিস কিনতে পারবেন। তবে এই সেলে ঠিক কোন ডিভাইসে কত টাকা ছাড় দেওয়া হবে তা জানানো হয়নি। কোম্পানি জানিয়েছে সব বড় ব্র্যান্ডের স্মার্টফোনে ছাড় দেওয়া হবে। TV ও হোম অ্যাপলায়েন্সে 70 শতাংশ পর্যন্ত ছাড় দেবে Flipkart। এর সাথেই ল্যাপটপ, অডিও ডিভাইস, ক্যামেরা, ও অন্যান্য প্রোডাক্টে 80 শতাংশ ছাড় পাওয়া যাবে। 25 অগাস্ট ফ্ল্যাশসেলে জনপ্রিয় Mi TV 4 ও iFFALCON 4K টিভি কেনা যাবে।
এর সাথেই দুপুর 2 টোয় রাশ আওয়ার ডিল শুরু করবে Flipkart. প্রত্যেক আট ঘন্টা অন্তর স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেটে অন্যুল ডিল পাওয়া যাবে। এর সাথেই প্রতি ঘন্টায় নতুন অফার নিয়ে আসবে Flipkart। ওয়েবসাইটে 4 স্টারের বেশি রেটিং পাওয়া প্রোডাক্টে অফার পাওয়া যাবে বলে জানিয়েছে কোম্পানি।
ইলেকট্রনিক্স ছাড়াও এই সেলে ফার্নিচার ও কুকওয়্যার প্রোডাক্টে 40 থেকে 80 শতাংশ ছাড় পাওয়া যাবে।। 99 টাকা থেকে বিউটি, খেলনা, খেলার জিনিস, ও বই কেনা যাবে।
এই অফারের সম্পূর্ণ লাভ পেতে গ্রাহকদের পেমেন্ট মেথড ও নিজের ঠিকানা আগে থেকে ওয়েবসাইটে রেজিস্টার করে রাখার পরামর্শ দিয়েছে কোম্পানি।। এই সেলের অন্যান্য খবর সামনে এলে তা আপনাদের জানাতে থাকবো আমরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন