সফ্টব্যাঙ্কের সিইও মাসায়শি সন: ফ্লিপকার্ট-ওয়ালমার্ট চুক্তি পাকা হয়েছে

সফ্টব্যাঙ্কের প্রধান জানালেন, ভারতের সর্ববৃহৎ ই-কমার্স কোম্পানী ফ্লিপকার্টের একটা বড় অংশের শেয়ার ইউএস রিটেল জায়েন্ট ওয়ালমার্ট কিনে নেবে

সফ্টব্যাঙ্কের সিইও মাসায়শি সন: ফ্লিপকার্ট-ওয়ালমার্ট চুক্তি পাকা হয়েছে
হাইলাইট
  • এখনও পর্যন্ত কোনও ফিনান্সিয়াল ডিটেল ডিসক্লোজ হয়নি
  • সফটব্যাঙ্ক গ্রুপ পুরোপুরি এক্সিটের কথা ভাবছে
  • গুগল প্যারেন্ট অ্যালফাবেট আগেই জানিয়েছিল তারা শেয়ার কিনতে আগ্রহী
বিজ্ঞাপন

ভারতের শিল্পের বাজারে এক বিরাট অংশের স্টেক হোল্ডার সফ্টব্যাঙ্কের প্রধান জানালেন, ভারতের সর্ববৃহৎ ই-কমার্স কোম্পানী ফ্লিপকার্টের একটা বড় অংশের শেয়ার ইউএস রিটেল জায়েন্ট ওয়ালমার্ট কিনে নেবে।

"গত রাতে তাঁদের মধ্যে ফাইনাল চুক্তি হয়ে গেছে এবং আমেরিকার ওয়ালমার্ট ফ্লিপকার্টকে কিনে নিচ্ছে একথা নির্ধারিত হয়েছে", ফ্লিপকার্টের 20% স্টেকহোল্ডার, সফ্টব্যাঙ্কের সিইও মাসায়শি সন জানালেন।

তিনি আরও জানিয়েছেন, ফলত, সফ্টব্যাঙ্কের স্টেকের পরিমাণ একুইজিসান সমেত 2.5 বিলিয়ন ডলার(প্রায় 16,800 কোটি টাকা) থেকে বেড়ে দাঁড়াবে 4 বিলিয়ন ডলার (প্রায় 27,000 কোটি টাকা)।

রিপোর্ট অনুসারে, 15 বিলিয়ন ডলারের(প্রায় 1 লাখ কোটি টাকা) এই ডিল ফ্লিপকার্টের হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে ওয়ালমার্ট সিইও ডাগ ম্যাকমিলনের উপস্থিতিতে সম্ভবত বুধবারে ঘোষণা করা হবে। 

ওয়ালমার্টের উদ্দেশ্য হল, ভারতের ই-কমার্সের বাজারের 70% দখল করে বিশ্বের সর্ববৃহৎ ই-কমার্স একুইজিসানে পরিণত হওয়া এবং প্রতিপক্ষ আমাজনের মোকাবিলা করা।

2013 সালে বাজারে প্রবেশের পর থেকেই আমাজনের ব্যবসা অতি দ্রুত গতিতে বাড়ছে।

বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল, ওয়ালমার্ট ফ্লিপকার্টকে কিনে নেবে, কিন্তু উভয়পক্ষই এ বিষয় কোনও রকম মন্তব্য করেনি।

বিভিন্ন মিডিয়া রিপোর্টে গত সপ্তাহে জানা গেছে, ফ্লিপকার্টের বোর্ড তাদের 75% শেয়ার ওয়ালমার্ট গ্রুপের কাছে বিক্রি করে দিচ্ছে। 

এই ডিলের সম্ভাব্য মূল্য, 20 বিলিয়ন ডলার (প্রায় 1.34 লাখ কোটি টাকা)।

এছাড়াও বিভিন্ন সূত্রে জানা গেছে, গুগলের প্যারেন্ট কোম্পানী আলফাবেট সম্ভবত 10% শেয়ার কিনবে।

এই মুহূর্তে, আমাজন ফ্লিপকার্টকে জোরদার টক্কর দিচ্ছে। 

চীনে বাণিজ্যে ব্যর্থ হওয়ার পর, ভারতের ই-কমার্স বাজারে একটা বড় অংশ দখলের উদ্দেশ্যে আমাজনের বস জেফ বেজোস 5 বিলিয়ন ডলারের বেশী বিনিয়োগ করেছেন। 

গত বছর বাজার সমীক্ষা কোম্পানী ফরেস্টারের রিপোর্টে জানা যায়, ভারতে ই-কমার্সের মোট সেল প্রায় 21 বিলিয়ন ডলার (প্রায় 1.41 লাখ কোটি টাকা)। আশা করা হচ্ছে, এই বছর ভারতের জনসংখ্যার 1.25 বিলিয়ন মানুষ প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যবহার করার ফলে এই সেলের পরিমাণ আরও বাড়বে।

2007 সালে আমাজনের প্রাক্তন কর্মচারী শচীন বনসাল এবং বিন্নী বনসালের হাত ধরে ফ্লিপকার্টের প্রথম পথ চলা শুরু হয়। তবে বর্তমানে তাঁরা আর ফ্লিপকার্টের সঙ্গে যুক্ত না।

আমাজনের মতই ফ্লিপকার্টে শুরুতে বই বিক্রি হত। বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে টেলিভিশন, জুসার থেকে শুরু করে রানিং শু, সোফা থেকে শুরু করে প্রসাধনী- কী নেই ফ্লিপকার্টে?

সফ্টব্যাঙ্ক গত বছর তাদের ভিশন ফান্ড ইনভেস্টমেন্ট আর্মের মাধ্যমে ফ্লিপকার্টের শেয়ার কেনে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo আনছে Sony ক্যামেরা এবং 1.5K রেজোলিউশন ডিসপ্লের দুর্দান্ত স্মার্টফোন
  2. Realme C85 5G-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, সস্তায় 7,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে থাকবে
  3. Lava আনছে প্রিমিয়াম ফিচার্সের বাজেট 5G ফোন, লঞ্চের আগে দেখা গেল IMEI সাইটে
  4. 144Hz স্ক্রিন সহ Poco Pad X1 লঞ্চ হচ্ছে নভেম্বরে, ফিচার্স দেখলে চোখ আটকে যাবে
  5. Nothing Phone 4a ধরা পড়ল BIS সাইটে, ধামাকা নিয়ে ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে
  6. Oppo-র প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের সেল শুরু, জিরো ডাউন পেমেন্ট ও নো-কস্ট EMI অফার আছে
  7. iQOO 15 স্মার্টফোনের প্রি-বুকিং শুরু, ফ্রি ইয়ারবাডস ও দুই বছর ওয়ারেন্টি জেতার সুযোগ
  8. Google অনলাইন প্রতারণা ঠেকাতে বড় পদক্ষেপ নিল, রক্ষাকর্তা কৃত্রিম বুদ্ধিমত্তা
  9. Google প্রকাশ করল 2025 সালের দেশের সেরা অ্যাপ ও গেমের তালিকা, নাম দেখলে চমকে যাবেন
  10. Realme GT 8 Pro দেশে 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ফিচার তাক লাগাবে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »