সফ্টব্যাঙ্কের সিইও মাসায়শি সন: ফ্লিপকার্ট-ওয়ালমার্ট চুক্তি পাকা হয়েছে

সফ্টব্যাঙ্কের প্রধান জানালেন, ভারতের সর্ববৃহৎ ই-কমার্স কোম্পানী ফ্লিপকার্টের একটা বড় অংশের শেয়ার ইউএস রিটেল জায়েন্ট ওয়ালমার্ট কিনে নেবে

সফ্টব্যাঙ্কের সিইও মাসায়শি সন: ফ্লিপকার্ট-ওয়ালমার্ট চুক্তি পাকা হয়েছে
হাইলাইট
  • এখনও পর্যন্ত কোনও ফিনান্সিয়াল ডিটেল ডিসক্লোজ হয়নি
  • সফটব্যাঙ্ক গ্রুপ পুরোপুরি এক্সিটের কথা ভাবছে
  • গুগল প্যারেন্ট অ্যালফাবেট আগেই জানিয়েছিল তারা শেয়ার কিনতে আগ্রহী
বিজ্ঞাপন

ভারতের শিল্পের বাজারে এক বিরাট অংশের স্টেক হোল্ডার সফ্টব্যাঙ্কের প্রধান জানালেন, ভারতের সর্ববৃহৎ ই-কমার্স কোম্পানী ফ্লিপকার্টের একটা বড় অংশের শেয়ার ইউএস রিটেল জায়েন্ট ওয়ালমার্ট কিনে নেবে।

"গত রাতে তাঁদের মধ্যে ফাইনাল চুক্তি হয়ে গেছে এবং আমেরিকার ওয়ালমার্ট ফ্লিপকার্টকে কিনে নিচ্ছে একথা নির্ধারিত হয়েছে", ফ্লিপকার্টের 20% স্টেকহোল্ডার, সফ্টব্যাঙ্কের সিইও মাসায়শি সন জানালেন।

তিনি আরও জানিয়েছেন, ফলত, সফ্টব্যাঙ্কের স্টেকের পরিমাণ একুইজিসান সমেত 2.5 বিলিয়ন ডলার(প্রায় 16,800 কোটি টাকা) থেকে বেড়ে দাঁড়াবে 4 বিলিয়ন ডলার (প্রায় 27,000 কোটি টাকা)।

রিপোর্ট অনুসারে, 15 বিলিয়ন ডলারের(প্রায় 1 লাখ কোটি টাকা) এই ডিল ফ্লিপকার্টের হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে ওয়ালমার্ট সিইও ডাগ ম্যাকমিলনের উপস্থিতিতে সম্ভবত বুধবারে ঘোষণা করা হবে। 

ওয়ালমার্টের উদ্দেশ্য হল, ভারতের ই-কমার্সের বাজারের 70% দখল করে বিশ্বের সর্ববৃহৎ ই-কমার্স একুইজিসানে পরিণত হওয়া এবং প্রতিপক্ষ আমাজনের মোকাবিলা করা।

2013 সালে বাজারে প্রবেশের পর থেকেই আমাজনের ব্যবসা অতি দ্রুত গতিতে বাড়ছে।

বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল, ওয়ালমার্ট ফ্লিপকার্টকে কিনে নেবে, কিন্তু উভয়পক্ষই এ বিষয় কোনও রকম মন্তব্য করেনি।

বিভিন্ন মিডিয়া রিপোর্টে গত সপ্তাহে জানা গেছে, ফ্লিপকার্টের বোর্ড তাদের 75% শেয়ার ওয়ালমার্ট গ্রুপের কাছে বিক্রি করে দিচ্ছে। 

এই ডিলের সম্ভাব্য মূল্য, 20 বিলিয়ন ডলার (প্রায় 1.34 লাখ কোটি টাকা)।

এছাড়াও বিভিন্ন সূত্রে জানা গেছে, গুগলের প্যারেন্ট কোম্পানী আলফাবেট সম্ভবত 10% শেয়ার কিনবে।

এই মুহূর্তে, আমাজন ফ্লিপকার্টকে জোরদার টক্কর দিচ্ছে। 

চীনে বাণিজ্যে ব্যর্থ হওয়ার পর, ভারতের ই-কমার্স বাজারে একটা বড় অংশ দখলের উদ্দেশ্যে আমাজনের বস জেফ বেজোস 5 বিলিয়ন ডলারের বেশী বিনিয়োগ করেছেন। 

গত বছর বাজার সমীক্ষা কোম্পানী ফরেস্টারের রিপোর্টে জানা যায়, ভারতে ই-কমার্সের মোট সেল প্রায় 21 বিলিয়ন ডলার (প্রায় 1.41 লাখ কোটি টাকা)। আশা করা হচ্ছে, এই বছর ভারতের জনসংখ্যার 1.25 বিলিয়ন মানুষ প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যবহার করার ফলে এই সেলের পরিমাণ আরও বাড়বে।

2007 সালে আমাজনের প্রাক্তন কর্মচারী শচীন বনসাল এবং বিন্নী বনসালের হাত ধরে ফ্লিপকার্টের প্রথম পথ চলা শুরু হয়। তবে বর্তমানে তাঁরা আর ফ্লিপকার্টের সঙ্গে যুক্ত না।

আমাজনের মতই ফ্লিপকার্টে শুরুতে বই বিক্রি হত। বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে টেলিভিশন, জুসার থেকে শুরু করে রানিং শু, সোফা থেকে শুরু করে প্রসাধনী- কী নেই ফ্লিপকার্টে?

সফ্টব্যাঙ্ক গত বছর তাদের ভিশন ফান্ড ইনভেস্টমেন্ট আর্মের মাধ্যমে ফ্লিপকার্টের শেয়ার কেনে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভিভো-শাওমির আগেই Motorola চালু করল Android 16 আপডেট, আপনার ফোনে আসবে কিনা দেখে নিন
  2. Realme ভারতে আনল গেম অফ থ্রোনস স্মার্টফোন, দেখলেই কিনতে ইচ্ছা করবে
  3. মাত্র 799 টাকায় আধুনিক ফিচার্সের নতুন JioBharat ফোন লঞ্চ হল, ফুল চার্জে এক সপ্তাহ চলবে
  4. চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী AI এবার ভারতে, দিল্লি-মুম্বাই ছেড়ে এই শহরে অফিস খুলছে Anthropic
  5. পিন অতীত, আজ থেকে মুখ দেখালেই বা আঙুলের ছাপেই করা যাবে UPI পেমেন্ট
  6. ভারতের প্রথম হাইব্রিড মোবাইল ফোন HMD Touch 4G লঞ্চ হল, দাম মাত্র 3999 টাকা
  7. ChatGPT: চ্যাটজিপিটিতে নতুন ফিচার, একবার বললেই পছন্দের গান শোনাবে AI
  8. সস্তায় 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Moto G06 Power, দাম 7,500 টাকার কম
  9. Vivo V60e দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারি সঙ্গে ভারতে লঞ্চ হল
  10. India's Richest YouTuber: ভিডিও বানিয়ে 665 কোটির মালিক, ভারতের সবথেকে ধনী ইউটিউবার কে জানেন?
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »