স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এবার থেকে দশটি সরকারি সংস্থা দেশের যে কোন কম্পিউটারে হানা দিতে পারবে। গোয়েন্দা ব্যুরো, নারকোটিকস কন্ট্রোল ব্যুরো, এনফোর্সমেন্ট ডিরেক্টর, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স, ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টিলিজেন্স, কেন্দ্রীয় তদন্ত সংস্থা, জাতীয় তদন্ত সংস্থা, মন্ত্রিপরিষদ সচিবালয়, ডিরেক্টরেট অফ সিগনাল ইন্টিলিজেন্স, এবং দিল্লির পুলিশ কমিশনার চাইলে ভারতের যে কোন কম্পিউটারে স্টোর হওয়া যে কোন তথ্য ডিক্রিপ্ট করতে পারবে।
স্বরাষ্ট্র সচিব রাজীব গাউবার স্বাক্ষর করা এক নির্দেশে, ডিজিটাল জীবন ছাড়াও যে কোন তথ্য জানার জন্য নাগরিকদের সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোন সাবস্ক্রাইবার, সার্ভিস প্রোভাইডার, অথবা কম্পিউটারের দায়িত্বে থাকা যে কোন ব্যাক্তি সব ধরনের প্রযুক্তিগত সাহায্যে বাধ্য থাকবেন। অন্যথায় সেই ব্যাক্তির সাত বছর জেল হবে।
নতুন নির্দেশে এই সংস্থাগুলি আরও শক্তিশালী হবে। এই সংস্থাগুলি আগে শুধু কল ও ডাটা ব্যবহার করতে পারত। এবার থেকে ফোন ট্যাপ করার সাথেই সরকারি সংস্থাগুলি সব অনলাইন অ্যাক্টিভিটি, কম্পিউটারের সব ডাটা ব্যবহার করতে পারবে। ইন্টারনেটে কানেক্টেড না থাকলেও কম্পিউটারের ডাটা ব্যবহার করতে পারবে এই সংস্থাগুলি।
মন্ত্রক সূত্রে জানা গিয়েছে আজকের টেকনোলজির সাথে পাল্লা দিতে নতুন এই আইন সাহায্য করবে। ইতিমধ্যেই এই আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সাধারন মানুষ ও রাজনৈতিকরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন