ম্যাচ ফিক্সিং এর ভ্রূকুটি: ক্রিকেট মাঠে স্মার্টওয়াচ নিষিদ্ধ করল ICC

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাকিস্তানের কিছু ক্রিকেটারের হাতে স্মার্টওয়াচ দেখা গিয়েছে। এই ঘটনা দেখে চিন্তার ভাঁজ পড়েছে ICC কপালে।

ম্যাচ ফিক্সিং এর ভ্রূকুটি: ক্রিকেট মাঠে স্মার্টওয়াচ নিষিদ্ধ করল ICC

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানের কিছু ক্রিকেটারের হাতে স্মার্টওয়াচ দেখা গিয়েছে

হাইলাইট
  • পাকিস্তানের কিছু ক্রিকেটারের হাতে স্মার্টওয়াচ দেখা গিয়েছে
  • ম্যাচ চলাকালীন কোনরকম কমিউনিকেশান ডিভাইস ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ
  • ICC সবসময় চেষ্টা করে চলেছে ম্যাচ ফিক্সিং কে ক্রিকেট থেকে দুরে রাখতে
বিজ্ঞাপন

 
ক্রিকেটারদের মাঠে স্মার্টওয়াচ পরার উপরে নিষেধাজ্ঞা জারি করলো ICC। ম্যাচ ফিক্সিং বন্ধ করতে শুক্রমার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানের কিছু ক্রিকেটারের হাতে স্মার্টওয়াচ দেখা গিয়েছে। ক্রিকেটের মক্কায় এই ঘটনা দেখে চিন্তার ভাঁজ পড়েছে ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিলের কপালে।

“ম্যাচ চলাকালীন কোনরকম কমিউনিকেশান ডিভাইস ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ইন্টারনেটের সাথে কানেক্ট করা যায়  এমন কোন ডিভাইস কেলা চলা কালীন ব্যাবহারব করতে পারেন না ক্রিকেটাররা” বলে এক স্টেটমেন্টে জানানো হয়েছে ICC এর তরফে।

“ম্যাচের দিন মাঠে আসার আগেই নিজেদের স্মার্টফোন ও স্মার্টোয়াচ বা অন্য কোন ভিভাইস যা ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের সাথে কানেক্ট করা যায় তা জমা দিয়ে দিতে হবে খেলোয়াড়দের।”

পাকিস্তানের বোলার হাসান আলি যদিও জানেন তা যে তার কোন টিমমেটরা ম্যাচের সময় এই ডিভাইস ব্যাবহার করেছিল। ব্রিটিশ মিডিয়াতে বলা হয়েছে দুইজন পাকিস্তানের খেলোয়াড়ের হাতে দেখা গিয়েছে এই ডিভাইস। তবে জানা যায়নি এই ডিভাইসগুলি ইন্টারনেটের সাথে কানেক্টেড ছিল কি না।

“আমি জানিন না ম্যাচের সময় কে এই ডিভাইস পরে ছিল। তবে ম্যাচের শেষে ICC অ্যান্টি করাপশান অফিসার এসে আমাদের বলেই এই ডিভাই ব্যাবহার করা নিষিদ্ধ” বলে জানিয়েছেন পাকিস্তানের বোলার হাসান আলি। এই ম্যাচে ইংল্যান্ডকে মাত্র 184 রানে অল আউট করে আপাতত চালকের আসনে পাকিস্তান। এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় দিনের খেলায় প্রথম ইনিংসে পাকিস্তান 3 উইকেটের বিনিময়ে 152 রান করেছে।  

তবে হাসান নিশ্চিত করেছেন যে দলের আর কেউ ম্যাচ চলার সময় এই ডিভাইস ব্যাবহার করবেন না।

ICC র নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন একমাত্র ম্যাচ অফিশিয়ালরাই নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কিছু কমিউনিকেশান ডিভাইস ব্যাবহার করতে পারেন।

ম্যাচ ফিক্সিং আজকের সমস্যা নয়। গত কয়েক দশক ধরেই এই রোগ বাসা বেঁধেছে ক্রিকেট দুনিয়ায়। ICC সবসময় চেষ্টা করে চলেছে ম্যাচ ফিক্সিং কে ক্রিকেট থেকে দুরে রাখতে। প্রসঙ্গত ইংল্যান্ড টুরে লর্ডসেই ম্যাচ ফিক্সিং এর জন্য ২০১০ সালে নির্বাসিত হয়েছিলেন পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মহম্মদ আসিফ ও মহম্মদ আমির। ভারতের IPL এও বহুবার ঘটেছে ফিক্সিং এর ঘটনা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. এত কম দামে ফোল্ডেবল ফোন! 60,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung Galaxy Z Fold 6
  2. Redmi 15C এর দাম ভারতে আসার আগেই ফাঁস, কম দামে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা থাকবে
  3. Realme P4x ডিসেম্বর 4 লঞ্চ হচ্ছে, থাকবে 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি, 120 FPS-এ গেম খেলা যাবে
  4. Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক
  5. iQOO 15 ভারতে 100W ফাস্ট চার্জিং, 16GB র‍্যাম ও 100x জুম ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Lava Agni 4-এর সেল শুরু, 2000 টাকা ছাড়ে মিলছে সবথেকে শক্তিশালী স্বদেশি স্মার্টফোন
  7. 2025 সালের শেষে ধামাকা অফার, Google এর ফোল্ডেবল ফোন 53,000 টাকা সস্তা হল
  8. দুর্ধর্ষ ফিচার্সের iQOO 15 রাত পোহালে দেশে লঞ্চ হবে,দাম-ফিচার্স কেমন হবে জেনে নিন
  9. Realme GT 8 Pro-এর সেল শুরু, 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির স্মার্টফোন 5000 টাকা ছাড়ে মিলছে
  10. Oakley Meta Glasses: মেটার AI চশমা স্মার্টফোনের যাবতীয় কাজ করবে, পয়লা ডিসেম্বর ভারতে আসছে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »