নভেম্বর 4 থেকে প্রোমোশনাল পিরিয়ডে যারা রেজিস্টার করবেন, তারা এক বছর চ্যাটজিপিটি গো বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
 
                Photo Credit: Unsplash/Levart Photographer
ChatGPT Go free for one year to users in India
ব্যক্তিগত প্রয়োজন থেকে শুরু করে কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে AI চ্যাটবটের উপর নির্ভরশীলতা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্কুল-কলেজের সিলেবাসে জটিল বিষয় বোঝা হোক বা অফিসের রিপোর্ট-প্রেজেন্টেশন — যে কোনও কাজে একজন বুদ্ধিমান রক্তমাংসের সঙ্গীর মতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে OpenAI-এর তৈরি ChatGPT অসংখ্য ভারতীয়র কাছে একটি অপরিহার্য টুল হয়ে উঠেছে। আজ সংস্থাটি ভারতে তাদের ChatGPT Go সাবস্ক্রিপশন 1 বছরের জন্য সম্পূর্ণ ফ্রি করে দেওয়ার ঘোষণা করেছে। ভারতীয় গ্রাহকরা এই পরিষেবা নভেম্বর 4 থেকে পেতে শুরু করবেন। বিনামূল্যের প্ল্যানে থাকা বেশ কিছু সীমাবদ্ধতা দূর করবে চ্যাটজিপিটি-র বাজেট-ফ্রেন্ডলি গো ভার্সন।
ওপেনএআই জানিয়েছে, ভারতে তাদের প্রথম ডেভডে (ডেভেলপার ডে) এক্সচেঞ্জ ইভেন্ট নভেম্বর 4 তারিখে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। এই উদযাপনের অংশ হিসেবে ভারতীয় ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ অফার চালু করা হচ্ছে। একই দিন (নভেম্বর 4) থেকে শুরু হওয়া প্রোমোশনাল পিরিয়ডে যারা সাইন আপ বা রেজিস্টার করবেন, তারা এক বছর চ্যাটজিপিটি গো সংস্করণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
সংস্থাটি আরও বলেছে, যারা ইতিমধ্যেই চ্যাটজিপিটি গো ব্যবহার করছেন, তারাও এই 12 মাস বিনামূল্যের অফার উপভোগ করতে পারবে। ওপেনএআই দাবি করছে যে, আগস্টে চ্যাটজিপিটি গো চালু লঞ্চের এক মাসের মধ্যে পেইড চ্যাটজিপিটি ইউজারদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ভারতীয় গ্রাহকদের উৎসাহ এবং সৃজনশীলতা তাদের অবাক করেছে। বর্তমানে ভারত চ্যাটজিপিটির দ্বিতীয় বৃহত্তম বাজার।
শিক্ষার্থী, চাকরিজীবী, গবেষক, ইঞ্জিনিয়ার সবাই এখন বিভিন্ন কাজে কৃত্রিম মেধার উপর নির্ভরশীল। ChatGPT Go প্ল্যান GPT 5-এর প্রিমিয়াম ফিচার্সের অ্যাক্সেস দেওয়ার পাশাপাশি একাধিক সুবিধা প্রদান করে, যেগুলি বেসিক প্ল্যানে উপলব্ধ নেই। যেমন আপনি ফ্রি প্ল্যানের তুলনায় 10 গুণ বেশি মেসেজ পাঠাতে পারবেন। 10 গুণ বেশি ছবি তৈরি করতে (AI ইমেজ জেনারেশন) পারবেন। 10 গুণ বেশি ফাইল আপলোড করা যাবে।
এছাড়াও, চ্যাটজিপিটির মেমরি বা মনে রাখার ক্ষমতা দ্বিগুণ হয়ে যাওয়ার ফলে AI চ্যাটবটের সঙ্গে আপনার কথামার্তা আরও দীর্ঘমেয়াদি ও উপভোগ্য হবে। উল্লেখ্য, এতদিন চ্যাটজিপিটির সর্বনিম্ন সাবস্ক্রিপশন ছিল মাসিক 1,999 টাকার। সেখানে নতুন গো প্ল্যানের দাম রাখা হয়েছে 399 টাকা (মাস)।
চ্যাটজিপিটির ভাইস প্রেসিডেন্ট ও হেড নিক টার্লি বলেছেন, "আমরা ChatGPT Go এক বছরের জন্য ফ্রি করে দিচ্ছি, যাতে ভারতের আরও বেশি মানুষ সহজে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিতে পারেন।" প্রসঙ্গত, OpenAI সম্প্রতি Atlas ব্রাউজার লঞ্চ করেছে, যা চ্যাটজিপিটিকে কেন্দ্র করে তৈরি। কৃত্রিম মেধা ভিত্তিক এই ব্রাউজার Google Chrome-এর আধিপত্যে থাবা বসাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
 SpaceX Revises Artemis III Moon Mission with Simplified Starship Design
                            
                            
                                SpaceX Revises Artemis III Moon Mission with Simplified Starship Design
                            
                        
                     Rare ‘Second-Generation’ Black Holes Detected, Proving Einstein Right Again
                            
                            
                                Rare ‘Second-Generation’ Black Holes Detected, Proving Einstein Right Again
                            
                        
                     Starlink Hiring for Payments, Tax and Accounting Roles in Bengaluru as Firm Prepares for Launch in India
                            
                            
                                Starlink Hiring for Payments, Tax and Accounting Roles in Bengaluru as Firm Prepares for Launch in India
                            
                        
                     Google's 'Min Mode' for Always-on Display Mode Spotted in Development on Android 17: Report
                            
                            
                                Google's 'Min Mode' for Always-on Display Mode Spotted in Development on Android 17: Report