ফোনের গ্যালারি থেকে পছন্দের যে কোনও ছবি বেছে নিয়ে WhatsApp-এর কভারে আপলোড করা যাবে।
Photo Credit: WABetainfo
WhatsApp to Soon Let Users Upload a Cover Photo
ফেসবুক, লিঙ্কডইন, এক্স (সাবেক টুইটার)-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রোফাইল ফটোর উপরে কভার ফটো যোগ করার সুবিধা অনেক আগে থেকেই পাওয়া যায়। এবার একই ফিচার পেতে চলেছে WhatsApp। জনপ্রিয় মেসেজিং অ্যাপটি খুব শীঘ্রই সবার জন্য কভার ফটো আপলোড করার সুবিধা আনতে চলেছে। এটি প্রোফাইল ফটোর (ডিপি) ঠিক উপরে দেখা যাবে। প্রোফাইল ছবি এতদিন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সহজে চিনতে সাহায্য করেছে। এবার ফেসবুকের মতো কভার ফটোয় প্রিয় উক্তি বা পছন্দের জায়গার ছবি দিয়ে নিজেদের রুচির ব্যাপারেও জানাতে পারবেন তারা। WhatsApp ইতিমধ্যেই আসন্ন ফিচারটি নিয়ে পরীক্ষা শুরু করেছে।
অফিসের আলোচনা হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা — হোয়াটসঅ্যাপ এখন আমাদের জীবনে অপরিহার্য হয়ে উঠেছে। সংস্থাও ব্যবহারকারীদের খুশি করতে নিত্যনতুন ফিচার এনেই চলেছে। কভার ফটো সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে। WABetainfo এর প্রতিবেদন থেকে জানা গেছে, Android ফোনের জন্য অ্যাপটির 2.25.32.2 বিটা ভার্সনে ফিচারটি নিয়ে কাজ চলছে। এটি রোলআউট হলে ইউজাররা নিজেদের প্রোফাইলে কভার ফটো আপলোড করতে পারবে।
ফোনের গ্যালারি থেকে পছন্দের যে কোনও ছবি বেছে নিয়ে কভারে সেটআপ করা যাবে। ফেসবুক, এক্স, বা লিঙ্কডইনের মতো কভার ফটো প্রোফাইল ছবির উপরে অবস্থান করবে। অ্যাপে কভার ফটো কেমন দেখতে হবে, তার ছবিও প্রকাশ হয়েছে। এটি ডিপি-র তুলনায় অনেক বড় এবং চওড়া। প্রোফাইল ফটোর মতো আপনার কভার ছবি কে কে দেখতে পাবে আর কে নয়, সেটা সেটিংস থেকে নিয়ন্ত্রণ করার সুবিধা মিলবে।
'এভরিওয়ান' (সবাই) নির্বাচন করলে, কভার ফটোটি সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে দৃশ্যমান হবে, এমনকি যারা আপনার পরিচিতি তালিকায় নেই তারাও। 'মাই কনট্যাক্টস' করে রাখলে, শুধুমাত্র ফোনের কনট্যাক্টে যে যে নম্বর সেভ করা আছে, শুধু তারা দেখতে পাবে। আর 'নোবডি' করলে আপনি ছাড়া কেউ দেখতে পাবে না। জানিয়ে রাখি, বর্তমানে শুধু হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা কভার ফটো আপলোড করার সুবিধা পেয়ে থাকেন।
প্রসঙ্গত, গ্রাহক পরিষেবার কাজে ব্যবহৃত AI বট ছাড়া হোয়াটসঅ্যাপে অন্যান্য সমস্ত চ্যাটবট নিষিদ্ধ ঘোষণা করেছে মেটা। আগামী বছর জানুয়ারি থেকে চ্যাটজিপিটি সহ যে সব জেনারেটিভ AI মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে পারে, জটিল বিষয়ের পরামর্শ দেওয়া সহ বিভিন্ন কাজে লাগে — তাদের নিষিদ্ধ করা হচ্ছে। ব্যতীক্রম অনলাইন শপিং, ব্যাঙ্ক, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ফ্লাইট, এবং চিকিৎসালয়ের মতো প্রতিষ্ঠান। কারণ তারা সংস্থার API ব্যবহার করে AI চ্যাটবটের মাধ্যমে হোয়াটসঅ্যাপে গ্রাহক পরিষেবা দিচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন