এক TRAI বিশ্লেষক জানিয়েছেন 2019 সালে ভারতে মোট 54,917 মিলিয়ন গিগাবাইট ডেটা ব্যবহার হয়েছে। 2014 সালে দেশে মোট 28.15 কোটি গ্রাহক ওয়্যারলেস ইন্টারনেট ব্যবহার করেছিলেন। 2019 সালের সেপ্টেম্বর মাসের শেষে সেই সংখ্যাটি হয়েছে 66.48 কোটি।
2019 সালে ভারতে মোট 54,917 মিলিয়ন গিগাবাইট ডেটা ব্যবহার হয়েছে
গত কয়েক বছরে গোটা দেশে ওয়্যারলেস ইন্টারনেটের জনপ্রিয়তা হু হু করে বেড়েছে। 2014 সালে 46,404 মিলিয়ন গিগাবাইট ইন্টারনেট ডেটা ব্যবহার করছিলেন ভারতবাসী। এক TRAI বিশ্লেষক জানিয়েছেন 2019 সালে ভারতে মোট 54,917 মিলিয়ন গিগাবাইট ডেটা ব্যবহার হয়েছে। 2014 সালে দেশে মোট 28.15 কোটি গ্রাহক ওয়্যারলেস ইন্টারনেট ব্যবহার করেছিলেন। 2019 সালের সেপ্টেম্বর মাসের শেষে সেই সংখ্যাটি হয়েছে 66.48 কোটি।
“2014 সামে 828 মিলিয়ন গিগাবাইট থেকে বেড়ে 2019 সালে 46,404 মিলিয়ন গিগাবাইট ওয়্যারলেস ডেটা ব্যবহার হয়েছে ভারতে। 2019 সালে আগে সব ইন্টারনেট ডেটা ব্যবহারের রেকর্ড ভেঙে যাওয়ার আশা ছিল। চলতি বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে 54,917 মিলিয়ন গিগাবাইট ডেটা ব্যবহার হয়েছে।” রিপোর্টে জানানো হয়েছে।
2018 সালে 46,406 মিলিয়ন গিগাবাইট, 2017 সালে 20,092 মিলিয়ন গিগাবাইট ডেটা ব্যবহার হয়েছিল। 2016 সালে ভারতে 4642 মিলিয়ন গিগাবাইট ডেটা ব্যবহার হয়েছিল।
TRAI জানিয়েছে বিগত চার বছরে ভারতে মোবাইল ইন্টারনেট ব্যবহারে জোয়ার এসেছে। 4G নেটওয়ার্কের প্রসার ও সস্তা দামের জন্য মোবাইল ইন্টারনেটের জনপ্রিয়তা বেড়েছে। এছাড়াও কম দামে 4G স্মার্টফোন পাওয়া যায় ভারতে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Series Will Go on Sale a Month After Anticipated Launch, Tipster Claims