লঞ্চ হল নতুন গেমিং ল্যাপটপ Acer Predator Helios 500
নিউ ইয়র্কে এক সাংবাদিক বৈঠকে একাধিক গেমিং ডিভাইস লঞ্চ করল Acer। এর সাথেই কোম্পানি লঞ্চ করেছে একাধিক নোটবুক। Acer এর লেটেস্ট গেমিং প্রোডাক্টের মধ্যে রয়েছে Predator Helios 500, Predator Helios 300 Special Edition, Nitro series, Predator Orion 5000 and Predator Orion 3000 সিরিজের ডিভাইসগুলি। আগামী মাসেই বিক্রি শুরু হবে এই প্রোডাক্টগুলি।
Predator Helios 500 এ রয়েছে অষ্টম জেনারেশানের Intel Core i9+ প্রসেসার। অন্যদিকে Predator Helios 300 Special Edition আপডেটেড সাদা চ্যাসিস। কোম্পানি জানিয়েছে VR পারফর্মেন্সের জন্যব তৈরী এই দুটি নোটবুক। আর এই দুটি নোটবুকেই রয়েছে অ্যাডভান্সড থার্মাল টেকনোলজি।
Acer Predator Helios 300 Special Edition
Nitro 50 Series desktops
আগেই জানানো হয়েছে Predator Helios 500 এ রয়েছে অষ্টম জেনারেশানের Intel Core i9+ প্রসেসার। এর সাথেই রয়েছে GeForce GTX 1070 গ্রাফিক্স, ntel Optane memory, NVMePCIe SSDs, Killer DoubleShot Pro, আর 64GB RAM। Acer জানিয়েছে যে কোন হাই গ্রাফিক্স গেমের জন্য তৈরী এই ল্যাপটপটি। Nvidia G-Sync টেকনোলজি রয়েছে Predator Helios 500 এ। দুটি Thunderbolt 3 ও একটি HDMI 2.0 পোর্টের মাধ্যমে একসাথে তিনটি এক্সটার্নাল মনিটার কানেক্ট করা যাবে এই ল্যাপটপের সাথে। আমেরিকায় Predator Helios 500 গেমিং নোটবুকের দাম 1,999 মার্কিন ডলার (প্রায় 1,36,700 টাকা)।
Nitro VG0
বাজেট ফ্রেন্ডলি Helios 300 এর স্পেশাল এডিশানে থাকবে একটি নতুন অ্যালুমিনিয়াল চ্যাসিস। আর এই ল্যাপটপে রয়েছে একটি 15.6 ইঞ্চি Full HD IPS ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে আছে Intel Core i7+ এর অষ্টম জেনারেশানের প্রসেসার, GeForce GTX 1060 গ্রাফিক্স, 512GB SSD, 2TB HDD আর 16GB RAM। যা পরে 32GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন গ্রাহকরা।
Nitro RG0
এই দুটি ল্যাপটপ ছাড়াও Acer লঞ্চ করেছে Nitro 50 সিরিজের গেমিং ডেক্সটপ। এই ডেক্সটপের ভিতরে থাকবে Intel Core i7 এর অষ্টম জেনারেশানের প্রসেসার, GeForce GTX 1070 গ্রাফিক্স, 3TB HDD ও 512GB SSD। Nitro 50 গেমিং ডেক্সটপের সামনে রয়েছে আকঈষনীয় LED লাইট।
Acer Predator 5000 desktops
নেটওয়ার্কে গেমিং এর জন্য রয়েছে ডেডিকেটেড Dragon LAN। 700 মার্কিন ডলার (প্রায় 54,700 টাকা) থেকে দাম শুরু হবে এই Nitro 50 সিরিজের ডেক্সটপগুলির। আগামি জুলাইতে মার্কিন মুলুকে বিক্রি শুরু হবে এই গেমিং ডিভাইস। যদিও চিনে এই কম্পিউটার কিনতে খরচ হবে 5,999 ইউয়ান ( প্রায় 64,200 টাকা)।
Acer Predator Cestus 510 mouse
নেটওয়ার্কে গেমিং এর জন্য রয়েছে ডেডিকেটেড Dragon LAN। 700 মার্কিন ডলার (প্রায় 54,700 টাকা) থেকে দাম শুরু হবে এই Nitro 50 সিরিজের ডেক্সটপগুলির। আগামি জুলাইতে মার্কিন মুলুকে বিক্রি শুরু হবে এই গেমিং ডিভাইস। যদিও চিনে এই কম্পিউটার কিনতে খরচ হবে 5,999 ইউয়ান ( প্রায় 64,200 টাকা)। এছারাও এই সাংবাদিক বৈঠকে Acer লঞ্চ করেছে Nitro VG0, Nitro RG0, Predator 5000 সিরিজ ডেস্কটপ আর Predator Cestus 510 মাউস।
Disclosure: Acer sponsored Gadgets 360 correspondent's flights and hotel for the launch event in New York.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন