বুধবার এক সাংবাদিক বৈঠকে একাধিক প্রোডাক্ট লঞ্চ করেছে Acer। এর মধ্যেই রয়েছে নতুন Chromebook, গেমিং ল্যাপটপ ও সব ধরনের গ্রাহকদের জন্য একাদিক অ্যাকসেসারিজ। এর মধ্যেই উল্লেখযোগ্য Chromebook Spin 15, Chromebook 15, Chromebook Spin 13, ও Swift 5 নোটবুকগুলি। আগামী মাসেই এই প্রোডাক্টগুলি বিক্রি শুরু করবে Acer।
Acer জানিয়েছে তাদের নতুন Chromebook Spin 15 প্রথম কনভার্টেবেল ক্রোমবুক যাতে রয়েছে 15.5 ইঞ্চি 1080p ডিসপ্লে। 360 ডিগ্রি ডিজাইনে লঞ্চ হয়েছে এই নোটবুকটি। Full HD IPS ডিসপ্লে ব্যাবহারের কারনেই এই নোটবুকে পাওয়া যাবে আরও শার্প ভিডিও প্লে ব্যাক ও দারুন ভিউইং অ্যাঙ্গেল। এই ডিসপ্লে তে রয়েছে টাচক্রিনের সুবিধা। উপরের দিকে মুখ করে দুটি স্পিকার রয়েছে নতুন Chromebook Spin 15। এই ডিভাইসের ওজন 2.1kg। 13 ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে এই নোটবুকে।
এর থেকে একটু কম দামে Chromebook 15 সিরিজে কোম্পানি লঞ্চ করেছে নতুন নোটবুক। এই ডিভাইসেও থাকবে 15.6 ইঞ্চি Full HD ডিসপ্লে। কিন্তু টাচক্রিনের সুবিধা থাকবে না এই ডিভাসের ডিসপ্লেতে। কোম্পানির দাবি 14 ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে নতুন এই নোটবুকে। এই দুটি ডিভাইসেই চলবে Chrome OS অপারেটিং সিস্টেম।
দুটি Chromebook ছাড়াও Acer লঞ্চ করেছে তাদের প্রিমিয়ার সিরিজের নোটবুক Acer Swift 5। নতুন Acer Swift 5 এ আছে 15 ইঞ্চি ডিসপ্লে। কিন্তু আশ্চর্যভারে এই ল্যাপটপের ওজন এক কিলোগ্রামের থেকেও কম।
এত কম ওজন হওয়া সত্ত্বেও এই ল্যাপটপের বিল্ড কোয়ালিটি খুবই মজবুত। এই ল্যাপটপের বডি তৈরী হয়েছে ম্যাগনেশিয়াম অ্যালয় দিয়ে। Acer Swift 5 এ আছে একটি 15 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। আর এই ডিসপ্লের পাশেই রয়েছে খুব পাতলা বেজেল। এর ফলে এই ল্যাপটপে থকবে বিশাল 88% স্ক্রিন টু বডি রেশিও। শুধুমাত্র হালকাই নয়, এই ল্যাপটপটি অসম্ভব পাতলা। Acer Swift 5 এর থিকনেস মাত্র 5.87 মিমি।
Acer Swift 5 এর ভিতরে থাকবে Intel i5 ও i7 এর অষ্টম জেনারেশানের প্রসেসার। এর সাথেই থাকবে 16GB RAM আর 1TB SSD। নতুন এই ল্যাপটপে প্রিলোডেড থাকবে Windows 10। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মাধ্যমে লগ ইন করা যাবে নতুন Acer Swift 5 এ।
Disclosure: Acer sponsored Gadgets 360 correspondent's flights and hotel for the launch event in New York.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন