iOS 11.4 লঞ্চের কিছু দিনের মধ্যেই লঞ্চ হল নতুন macOS High Sierra 10.13.5 আপডেট। কিছু এন্টারপ্রাইজ সিকিউরিটি আপডেটের সাথে সাথেই iCloud মেসেজিং ফিচার এসেছে নতুন macOS High Sierra তে। iOS 11.4 এ iCloud মেসেজিং এ নতুন ফিচার এনেছিল অ্যাপেল। যদিও এই ফিচার গত বছদের ডেভেলপার কনফারেন্সে ঘোষনা করেনি কোম্পানি। ইতিমধ্যেই Mac App Store থেকে সব কমপ্যাটেবেল মডেলে macOS High Sierra শুরু হয়ে গিয়েছে। এর আগে মার্চ মাসে আপডেট হয়েছিল macOS। তখন macOS 10.13.4 তে আলাদা GPU সাপোর্ট, বিজনেস চ্যাট এর মতো ফিচারগুলি যোগ হয়েছিল।
নতুন iCloud মেসেজিং ফিচারের ফলে আপনার iMessage এর সব ব্যাক আপ এবার থেকে ক্লাউডে পাওয়া যাবে। Mac ইউজারদের জন্য আরও উন্নত করা হয়েছে এই ক্লাউড সিঙ্ক। মেসেজ সেকশানে গিয়ে Preferences > Accounts > Enable Messages in iCloud থেকে অ্যাকটিভ করা যাবে নতুন এই ফিচার। এই iCloud মেসেজ ফিচার ছাড়াও স্টেবিলিটি, পারফর্মেন্স ও সিকিউরিটিতে উন্নতি ঘটেছে এই আপডেটের ফলে।
এক নোটে অ্যাপেল জানিয়েছে, “ macOS High Sierra 10.13.5 আপডেটের ফলে সব গ্রাহকের স্টেবিলিটি, পারফর্মেন্স ও সিকিউরিটিতে উন্নতি ঘটবে।”
নতুন macOS High Sierra 10.13.5 তে যোগ হয়েছে একাধিক সিকিউরিটি আপডেট। কোম্পানির ওয়েবসাইটে বিস্তারে জানানো হয়েছে এই বদলের খবর। এনক্রিপটেড ইমেলের জন্য মেল অ্যাপ এ পরিবর্তন এনেছে অ্যাপেল। এছাড়াও Accessibility Framework, ATS, Bluetooth এ পরিবর্তন আনা হয়েছে এই আপডেটে। আর macOS High Sierra 10.13.5 এ এন্টারপ্রাইজ নেভেলে একাধিক আপডেট আনা হয়েছে বলে জানিয়েছে অ্যাপেল।
নতুন macOS High Sierra 10.13.5 আপডেড ডাউনলোড করতে আপনাকে Mac থেকে App Store ওপেন করতে হবে। এখানে আপডেট সেকশানে ল্রট্রস্ট macOS আপডেট টি খুঁজে বার করতে হবে। এরপরে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার অ্যাপেল অ্যাকাউন্টের ID ও পাসওয়ার্ড দিতে অনুরোধ জানাবে অ্যাপেল। ডাউনলোডের পরে আপনার স্ক্রিনে একটি ইনফর্মেশান ইউন্ডো ফুটে উঠবে। এখানে Continue তে ক্লিক করে আপডেট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন