লাস ভেগাসে চলছে বিশ্বের বৃহত্তম ‘কনসিউমার ইলেকট্রনিক্স শো' (CES 2019)। সব কোম্পানি নিজের সেরা প্রোডাক্ট লঞ্চ করছে এই ইভেন্টে। ভবিষ্যতের অনেক প্রযুক্তি প্রথমবার বিশ্বের সামনে এসেছে CES 2019 ইভেন্টে। সেখানেই নতুন 1TB SD কার্ড নিয়ে হাজির হল Lexar। মুলত ভিডিওগ্রাফির কথা মাথায় রেখে এই মেমোরি কার্ড লঞ্চ হয়েছে।
আরও পড়ুন: এটাই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও
Lexar 1TB SD কার্ডের দাম 499 মার্কিন ডলার (প্রায় 35,200 টাকা)। এই কার্ডে সর্বোচ্চ 95 Mbps রাইট স্পিড আর 70 Mbps রিড স্পিড থাকছে। Class 10 এই মেমড়ি কার্ডে থাকছে UHS speed class 3 আর ভিডিও স্পিড class 30।
আরও পড়ুন: 1 কোটি টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ নিয়ে এল PUBG Mobile India Series 2019
4K ভিডিও রেকর্ডিং এর সময় দারুন কাজে লাগবে Lexar 1TB SD কার্ড। 2016 সালে SanDisk প্রথম 1TB মেমোরি কার্ড লঞ্চ করলেও তা কখনই দিনের আলো দেখেনি। আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে Lexar 1TB SD কার্ড বিক্রি হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন