Dell Latitude 9510’র ওজন 1.4 কিলোগ্রাম। এই ল্যাপটপে রয়েছে 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে। থাকছে অ্যালুমিনিয়াম বডি। টু-ইন-ওয়ান এই ল্যাপটপে রয়েছে টাচ প্যানেল। এই ল্যাপটপে Intel Cote i7 প্রসেসর দিয়েছে Dell। সঙ্গে রয়েছে 16GB RAM ও 1TB PCIe NVMe SSD।
Dell Latitude 9510
ভারতে লঞ্চ হল Dell Latitude 9510। এটাই ভারতে কোম্পানির লেটেস্ট বিজনেস ল্যাপটপ। চলতি বছর জানুয়ারিতে বিশ্ব বাজারে এই ল্যাপটপ নিয়ে এসেছিল মার্কিন কোম্পানিটি। ভারতে Dell Latitude 9510-এর দাম 1,49,000 টাকা। কোম্পানির ওয়েবসাইটে আগ্রহ জানিয়ে এই ল্যাপটপ কেনা যাবে।
Dell Latitude 9510'র ওজন 1.4 কিলোগ্রাম। এই ল্যাপটপে রয়েছে 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে। থাকছে অ্যালুমিনিয়াম বডি। টু-ইন-ওয়ান এই ল্যাপটপে রয়েছে টাচ প্যানেল। এই ল্যাপটপে Intel Cote i7 প্রসেসর দিয়েছে Dell। সঙ্গে রয়েছে 16GB RAM ও 1TB PCIe NVMe SSD।
কানেক্টিভিটির জন্য এই ল্যাপটপে রয়েছে দুটু USB Type-C Thunderbolt পোর্ট, একটি USB Type-A (USB 3.2) ও মাইক্রো এসডি কার্ড রিডার। রয়েছে একটি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Xiaomi 17S Pro Said to Be in Development, Could Launch After Xiaomi 17 Ultra Debuts