এসে গেলো বিভিন্ন বৈশিষ্ট্য যুক্ত বিভিন্ন মডেলের সমন্বয়ে HP Victus student special ল্যাপটপ

অসাধারণ আধুনিক প্রযুক্তি বিশিষ্ট HP Victus special edition ল্যাপটপগুলির দাম শুরু হচ্ছে মাত্র 65,999 টাকা থেকে

এসে গেলো বিভিন্ন বৈশিষ্ট্য যুক্ত বিভিন্ন মডেলের সমন্বয়ে HP Victus student special ল্যাপটপ

Photo Credit: HP

Consumers will also get free access to HP Gaming Garage with the laptop

হাইলাইট
  • HP Victus 70Whr ব্যাটারির দ্বারা চালিত
  • ছাত্রদের জন্য তৈরি ল্যাপটপগুলির ওজন মাত্র 2.29 কেজি
  • HP Victus-এ 144Hz রিফ্রেস রেট সহ একটি 15.6 ইঞ্চি ডিসপ্লে আছে
বিজ্ঞাপন

বিগত মঙ্গলবার ভারতের বাজারে HP Victus special edition ল্যাপটপগুলি লঞ্চ করা হয়েছে। কোম্পানী জানিয়েছে এই ল্যাপটপগুলি বিশেষভাবে কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে। এই নতুন ল্যাপটপগুলি উচ্চ কর্মক্ষমতা এবং গেম খেলার সময় উচ্চক্ষমতা প্রদান করবে।

কোম্পানি, Nvidia এর সহযোগিতায় 4জিবি ভিডিও RAM ( VRAM ) সহ Nvidia GeForce RTX 3050A GPU গ্রাফিক্স দ্বারা ল্যাপটপটি নির্মাণ করেছে।

কোম্পানির পক্ষ থেকে গ্রাহকদের বিনামূল্যে HP গেমিং গ্যারেজে প্রবেশাধিকার এবং ইলেকট্রনিক খেলাধুলার ব্যবস্থাপনা ও গেমের উন্নতিকরনের উপর একটি অনলাইন প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রামের জন্য অফার দিচ্ছে।

ভারতে HP Victus স্পেশাল এডিশনের ল্যাপটপের দাম:

ভারতে নতুন HP Victus ল্যাপটপের দাম শুরু হচ্ছে 65,999 টাকা থেকে। ল্যাপটপটি বিভিন্ন বৈশিষ্ট্যর সাথে বিভিন্ন মডেলের রূপে উপলব্ধ থাকলেও, কোম্পানি এখনো পর্যন্ত মডেলগুলিকে নির্দিষ্ট করেনি।
জানা গেছে ল্যাপটপটি একমাত্র Atmospheric Blue রঙে পাওয়া যাবে। গ্রাহকরা এটি কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ,অফলাইন স্টোর, এবং প্রধান কোনো আউটলেট থেকে ক্রয় করতে পারবেন।

এছাড়াও, এরসাথে গ্রাহকরা বিশেষ অফারের মাধ্যমে 6,097 টাকার HyperX Cloud Stinger 2 হেডসেটটি মাত্র 499 টাকায় কিনতে পারবেন। এই অফারটি শুধুমাত্র উপরোক্ত টাচ্ পয়েন্ট বা স্টোরগুলির ক্ষেত্রেই প্রযোজ্য।

HP Victus স্পেসাল এডিশনের স্পেসিফিকেশন:

HP Victus Special Edition ল্যাপটপটি মূলত HP Victus 16-এর পুনরায় প্যাকেজের সংস্করণ। এটি 144 Hz রিফ্রেসরেট সহ একটি 15.6 ইঞ্চি ফুলHD ডিসপ্লে দ্বারা সজ্জিত। এটিতে 4জিবি VRAM এর পাশাপশি Nvidia GeForce RTX 3050A GPU এর সমন্বয়ে 12th Gen Intel Core প্রসেসর অন্তর্ভূক্ত করা হয়েছে।
ল্যাপটপটি 16 জিবি পর্যন্ত RAM সহ বিভিন্ন স্টোরেজ বিকল্পের মাধ্যমে উপলব্ধ হতে চলেছে।

কোম্পানির মতে, এটিতে Nvidia-এর সহযোগিতা এবং একটি ডেডিকেটেড GPU-এর সমর্থন থাকায় ব্যবহারকারীরা গেম খেলার সময় রে ট্রেসিং ক্ষমতার সুবিধা নিতে পারবে।
এছাড়াও GPU এর মাধ্যমে ব্যবহারকারীররা AI বৈশিষ্ট্যগুলি ব্যবহার করতে পারবে এবং ডিভাইসটির AI মডেলগুলি সহজেই চালাতে পারবে।

স্টুডেন্টদের লক্ষ্য করে তৈরী HP Victus ল্যাপটপটি 70Whr ব্যাটারী দ্বারা সজ্জিত এবং ওজন 2.29 কেজি। এটি সংখ্যাসুচক কীপ্যাড সহ একটি ব্যাকলিট কীবোর্ড দ্বারা যুক্ত। কোম্পানী দাবি করেছে, ল্যাপটপটিতে তাপ নিয়ন্ত্রণের জন্য ওম্যান ব্র্যান্ডেড টেম্পটেস্ট কুলিং এর পাশাপাশি IR থার্মোপাইল সেন্সর যুক্ত করা হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 10,000 টাকার মধ্যে স্টাইলিশ 5G ফোন লঞ্চ করল Infinix, রয়েছে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  2. 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Oppo K13 Turbo Pro 5G, হোম ডেলিভারি 10 মিনিটে
  3. 32 থেকে একলাফে 50 মেগাপিক্সেল, দুর্ধর্ষ সেলফি ক্যামেরা থাকবে Xiaomi 16 সিরিজে
  4. 50MP AI ক্যামেরা ও 256GB স্টোরেজের সঙ্গে 18 আগস্ট লঞ্চ হচ্ছে Honor X7c 5G
  5. বাজে সেলফির দিন শেষ, Realme P4 5G সিরিজ দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরার সঙ্গে আসছে
  6. iPhone 17-কে টেক্কা দেবে Google Pixel 10 সিরিজ, লঞ্চের 1 সপ্তাহ আগেই দাম ফাঁস
  7. 9,999 টাকায় হাজির 6,000mAh ব্যাটারির সবচেয়ে স্লিম ফোন Tecno Spark Go 5G
  8. বাজেটে কিলার ফোন আনছে Infinix, লঞ্চ 16 আগস্ট, প্রিমিয়াম লুকস ও ফিচার্সে মন জিতবে
  9. 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, কুলিং সিস্টেম, কী নেই! ঝড় তুলবে Realme P4 সিরিজ
  10. iQOO দুর্দান্ত 4G স্মার্টফোন এনে চমকে দিল, ফিচার্সে 5G-কেও টক্কর, দাম জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »