HP Pavilion X360 এর দাম শুরু হচ্ছে 45,990 টাকা থেকে। 1.58 কিলোগ্রাম ওজনের এই ল্যাপটপে থাকছে 14.3 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে।
সোমবার বারতে নতুন টাচস্ক্রিন ডিসপ্লের কনভার্টেবল ল্যাপটপ লঞ্চ করল HP। নতুন HP Pavilion X360 ল্যাপটপে থাকছে 10th Gen Intel Core প্রসেসর। নতুন ল্যাপটপে থাকছে বিল্ট ইন Alexa সাপোর্ট। HP Pavilion X360 এর দাম শুরু হচ্ছে 45,990 টাকা থেকে। 1.58 কিলোগ্রাম ওজনের এই ল্যাপটপে থাকছে 14.3 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে।
এই প্রথম ভারতে কোন ল্যাপটবে ইন বিল্ট Alexa সাপোর্ট দেখা গেল। এই ফিচার ব্যবহার করে ল্যাপটপ থেকে কন্ঠস্বরের মাধ্যমে স্মার্টফোন ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে।
নতুন HP Pavilion X360 ল্যাপটপে থাকছে 1TB HDD স্টোরেজ আর 256GB অথবা 512GB PCIe SSD6 স্টোরেজ। সাথে থাকছে অপশানাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
HP Pavilion X360 ল্যাপটপে থাকছে 10th Gen Intel Core i3, Core i5 অথবা Core i7 প্রসেসর। সাথে থাকছে Nvidia GeForce MX250 গ্রাফিক্স।
গোটা দেশে অনলাইন ও অফলাইন রিটেল স্টোর থেকে বিক্রি শুরু হয়েছে নতুন এই টাচস্ক্রিন ল্যাপটপ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Glaciers Speed Up in Summer and Slow in Winter, New Global Map Reveals
Be Dune Teen OTT Release: When, Where to Watch the Marathi Comedy Drama Series
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series