নতুন প্রজন্মের ল্যাপটপ প্রসেসার লঞ্চ করল Intel, সামনে এল ডেক্সটপ প্রসেসারও

নতুন প্রজন্মের ল্যাপটপ প্রসেসার লঞ্চ করল Intel, সামনে এল ডেক্সটপ প্রসেসারও
হাইলাইট
  • নতুন প্রসেসারগুলিতে গেম খেলার সময় 56 শতাংশ ভালো ফ্রেম রেট পাওয়া যাবে
  • 38 শতাংশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে এই প্রসেসারে
  • 4K ভিডিও এডিটিং করার সময় 54 শতাংশ দ্রুত কাজ করবে এই প্রসেসারগুলি
বিজ্ঞাপন

হাই পারফর্মিং গেমিং ল্যাপটপের জন্য H-সিরিজ কোর প্রসেসারে আপডেট করল Intel। মঙ্গলবার 9th Gen Core i9, Core i7 আর Core i5 প্রসেসারগুলি লঞ্চ হয়েছে। ‘কফি লেক' আর্কিটেকচারে এই পরসেসারগুলি তৈরী হয়েছে। মঙ্গলবার লঞ্চ হওয়া ছয়টি নতুন প্রইসেসার ব্যবহার করে শিঘ্রই বাজারে একের পর এক ল্যাপটপ লঞ্চ হবে। পিসি গেমার ও কনটেন্ট ক্রিয়েটারদের কথা মাথায় রেখে নতুন প্রসেসারগুলি লঞ্চ করেছে Intel।

কোম্পানি জানিয়েছে নতুন প্রসেসারগুলিতে গেম খেলার সময় 56 শতাংশ ভালো ফ্রেম রেট পাওয়া যাবে। এছাড়াও 38 শতাংশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে এই প্রসেসারে। 4K ভিডিও এডিটিং করার সময় 54 শতাংশ দ্রুত কাজ করবে এই প্রসেসারগুলি। মঙ্গলবার থেকেই নতুন প্রসেসার ব্যবহার করে ল্যাপটপের ঘোষণা করতে শুরু করেছে জনপ্রিয় ল্যাপটপ প্রস্তুতকারী সংস্থাগুলি।

Intel জানিয়েছে নতুন প্রসেসারগুলি ল্যাপটপ প্ল্যাটফর্মের জন্য বিশ্বের সবথেকে শক্তিশালী প্রসেসার। নতুন Core i9-9980HK প্রসেসারে গত বছর লঞ্চ হওয়া Core i9-9900K ডেস্কটপ প্রসেসারের মতো পারফর্মেন্স পাওয়া যাবে। এই প্রসেসারের আটটা কোরে থাকছে হাইপার থ্রেডিং এর সুবিধা। 2.4 GHz থেকে 5 GHz ক্লক স্পিডে কাজ করতে পারবে Core i9-9980HK। ওভারক্লক করা যাবে এই প্রসেসার, থাকছে 16MB ক্যাশ।

intel 9thgen core diagram intel intel

Core i9-9980HK এর ঠিক নীচে থাকছে Core i9-9980H প্রসেসার। 2.3GHz বেস ক্লক স্পিড থাকছে এই প্রসেসারে। টার্বো বুস্ট মোডে 4.8GHz ক্লক স্পিডে কাজ করতে পারবে Core i9-9980H প্রসেসারটি। হার্ডওয়্যারের প্রতি প্রবল ঝোঁক নেই অথচ দুর্দান্ত পারফর্মেন্স চান যে সব গ্রাহক তাদের কথা মাথায় রেখে এই প্রসেসার লঞ্চ করেছে Intel।

এর পরেই থাকছে Core i7-9850H আর Core i7-9750H প্রসেসার দুটি। দুটি প্রসেসারেই থাকছে 12 টি করে থ্রেড। হাই এন্ড মডেলটি অভারক্লক করা যাবে। দুটি প্রসেসারেই 12MB ক্যাশ ব্যবহার করেছে Intel। core i7-9750H প্রসেসারের ক্লক স্পিড 2.6 GHz থেকে 4.5 GHz। অন্যদিকে সর্বোচ্চ 4.6 GHz ক্লক স্পিডে চলতে পারবে Core i7-9850H।

সবার নীচে থাকছে Core i5-9400H আর Core i5-9300H। দুইটি প্রসেসারে থাকছে চারটি কোর আর আটটি থ্রেড। Core i5-9400H এর ক্লক স্পিড 2.5 GHz থেকে 4.3 GHz। আর Core i5-9300H প্রসেসারের ক্লক স্পিড 2.4GHz থেকে 4.1GHz। দুটি প্রসেসারেই থাকছে 8MB ক্যাশ।

এই সব প্রসেসারের সাথেই দুটি চ্যানেলে 128GB DDR4-2666 RAM সাপোর্ট করবে।

নতুন ল্যাপটপ প্রসেসার লঞ্চের সাথেই নতুন জেনারেশানের ডেক্সটপ প্রসেসার ঘোষণা করেছে Intel। 9th Gen Core i9, Core i7, Core i5, Core i3, Pentium Gold আর Celeron সিরিজে মোট 25 টি নতুন প্রসেসার লঞ্চ করবে Intel।

ডেস্কটপে হাই এন্ড Core i9-9900 প্রসেসারে থাকছে আট কোর হাইপার থ্রেডিং। 3.1 GHz থেকে 5GHz ক্লক স্পিডে এই প্রসেসার চলবে। Core i7-9700 and আর Core i7-9700F প্রসেসারেও থাকবে আট কোর হাইপার থ্রেডিং। এই দুটি প্রসেসারের ক্লক স্পিড 3 GHz থেকে 4.7 GHz। Core i7-9700F প্রসেসারে ইন্টিগ্রেটেড GPU থাকছে না।

এছাড়াও ডেক্সটপের জন্য নতুন Core i5 মডেলে থাকছে ছয়টি কোর আর Core i3 প্রসেসারে থাকছে চারটি কোর। চারটি নতুন Pentium Gold প্রসেসারে থাকছে দুটি কোর ও চারটি করে থ্রেড। তিনটি নতুন Celeron প্রসেসারে দুটি করে কোর থাকলেও কোন হাইপার থ্রেডিং অপশান থাকছে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. লঞ্চের আগেই দেখা গেল vivo কোম্পানির বেস কিছু নতুন মডেল
  2. MediaTek Daimensity 9400 চিপসেটের সাথে আসতে চলেছে iQOO Neo 10 সিরিজ
  3. Oppo Reno 13 সিরিজটি বেস মডেল Oppo Reno 13 এবং Oppo Reno 13 Pro মডেলের সাথে আসতে চলেছে
  4. Vivo কোম্পানী লঞ্চ করতে চলেছে একটি নতুন হ্যান্ডসেট Y300 5g
  5. BSNL,কোম্পানী প্রিপেইড ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো অতিরক্তি ডেটার সুবিধা
  6. OnePlus কোম্পানী আনতে চলেছে Oneplus Ace 5 এবং OnePlus Ace 5 Pro
  7. Direct-to-Device স্যাটেলাইট কানেক্টিভিটি: এবার BSNL,দিচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মধ্যেও যোগাযোগের সুযোগ
  8. ভারতে Vivo X200 সিরিজটির মডেলগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস করা হয়েছে
  9. সাশ্রয়ী মূল্যে ভারতে 500টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেবে BSNL কোম্পানি
  10. iQOO Neo 10 সিরিজটি দুটি হ্যান্ডসেটের সমন্বয়ে আসতে পারে: iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »