iQOO 13, Snapdragon 8 Elite-চিপসেটটি দ্বারা চালিত হবে
Photo Credit: iQOO
iQOO 13 will launch in China on October 30
খুব শীঘ্রই ভারতে iQOO 13 লঞ্চ করা হবে,বিগত সোমবার চিনা প্রযুক্তি ব্যান্ডটি এই তথ্যটি নিশ্চিত করেছে।যদিও এখনো পর্যন্ত এটির লঞ্চের সঠিক তারিখ ঘোষণা করা হয়নি,কিন্তু ইতিমধ্যেই কোম্পানী জানিয়েছে যে,ভারতে এটি অ্যামাজনের মাধ্যমে ক্রয় করা যাবে। iQOO 13-এর পিছনের ক্যামেরার আইল্যান্ডের চারপাশে একটি ডায়নামিক লাইটের উপাদান থাকবে বলে জানা যাচ্ছে।চীনে iQOO 13 অক্টোবরের 30 তারিখে লঞ্চ হবে। এটি Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চলবে এবং এটিতে 2K রেজোলিউশন সহ BOE-এর Q10 8T LTPO OLED বৈশিষ্ট্য থাকবে।
ভারতীয় iQOO একটি X-পোস্টের মাধ্যমে নতুন Helo লাইটের বৈশিষ্ট্য এবং ভারতে iQOO 13-এর উপলব্ধতা সম্পর্কে ঘোষণা করেছে।এটি নিশ্চিত করা হয়েছে যে হ্যান্ডসেটটি কোম্পানীর ভারতীয় ওয়েবসাইট এবং অ্যামাজনের মাধ্যমে বিক্রি করা হবে।ব্র্যান্ডটি ফোনটির পিছনের ডিজাইনটি একটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ করেছে।যেখানে দেখা যাচ্ছে, ক্যামেরা আইল্যান্ডের পাশে একটি Helo লাইট উপাদান যোগ করা হয়েছে।বলা হয়েছে যে, এটি ডায়নামিক আলোর এফেক্ট প্রদান করে যা গেমের ক্ষেত্রে আরো গভীর অভিজ্ঞতাকে প্রভাবিত করে।
অন্যদিকে অ্যামাজন iQOO 13-এর জন্য তার ওয়েবসাইটে একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ তৈরী করেছে। তালিকাটিতে দেখা গিয়েছে যে,হ্যান্ডসেটটি Snapdragon 8 Elite চিপসেটের মাধ্যমে চলবে।
iQOO 13,আগামী 30সে অক্টোবর চীনে লঞ্চ হতে চলেছে এবং কোম্পানী ফোনটির মূল বৈশিষ্ট্যগুলির
উন্মোচন ঘটিয়েছে।লঞ্চের অনুষ্ঠানটি শুরু হবে স্থানীয় সময় বিকেল 4p.m থেকে (1.30pm IST)। দেখানো হয়েছে যে,হ্যান্ডসেটটি কালো,সবুজ, ধূসর এবং সাদা রঙের বিকল্পে উপলব্ধ থাকতে চলছে। নিশ্চিতভাবে আসন্ন হ্যান্ডসেটটি 2K রেজোলিউশনের সাথে BOE এর Q10 8T LTPO OLED ডিসপ্লে দ্বারা সজ্জিত থাকবে, যেটির রিফ্রেশ রেট 144Hz।ফোনটির বডিটি 7.99মিমি পুরু হবে। এটি 120W-এর দ্রুত চার্জিং সমর্থিত,একটি 6,150mAh ব্যাটারীর মাধ্যমে চলতে পারে।
কোম্পানী গেমের ক্ষেত্রে iQOO 13-টিতে তাদের স্ব-উন্নত গেমিং চিপ Q2 যুক্ত করবে।হ্যান্ডসেটটি চীনের বাজারে OriginOS 5-এর সাথে আসবে বলে টিজ করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show